Bootstrap Image Preview
ঢাকা, ২২ সোমবার, এপ্রিল ২০২৪ | ৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আথলেটিকোর মাঠে বার্সার মান বাঁচালো দেম্বেলে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ১০:২৫ AM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ১০:২৫ AM

bdmorning Image Preview


ছুটি কাটিয়ে লা লিগায় ফিরেই ধাক্কা খেলো মেসির বার্সেলোনা।শনিবার আথলেটিকোর মাঠে কোনো রকমে ম্যাচ ড্র করেছে তারা। বার্সেলোন ও আথলেটিকো সালে ১-১ গোলে মীমাংসা হয়। এই ড্রয়ে শীর্ষস্থান ধরে রাখলেও বার্সেলোনাকে পয়েন্ট হারাতে হয়েছে একটি।

ম্যাচটির প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। গোল করে এগিয়ে যাওয়ান সুযোগ এসেছিল দুই দলের সামনেই। এ সময় বল দখলের লড়াইয়ে  বার্সা এগিয়ে থাকলেও সুযোগ কাজে লাগাতে না পারায় প্রথমার্ধ শেষ হয় গোলহীনভাবেই।

দ্বিতীয়ার্ধেও বলের দখল নিজেদের কাছে রেখেছিল বার্সা কিন্তু প্রথম গোল আদায় করে নিলো আথলেটিকো। ম্যাচের ৭৭ মিনিটে দিয়েগো কস্তা গোল করে এগিয়ে নেন দিয়েগো সিমিওনির দলকে। এ সময় কর্নার পায় অ্যাটলেটিকো মাদ্রিদ। কর্নার থেকে অ্যান্তোনিও গ্রিজমানের ক্রসে হেড দিয়ে লক্ষ্যভেদ করেন কস্তা।

এ সময় খেলার গতি বাড়ালেও গোল করতে পারছিলো না তারা। হার যখন বার্সাকে জেকে বসেছে তখন ম্যাচের ৯০ মিনিটে লিওনেল মেসির অ্যাসিস্ট থেকে গোল করে বার্সাকে মহামূল্যবান ১ পয়েন্ট এনে দেন দেম্বেলে। 

১২ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট নিয়ে বার্সেলোনা রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ম্যাচ থেকে ২৪ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে দ্বিতীয় স্থানে।ষষ্ঠস্থানে রয়েছেন সেলারির রিয়াল।  

Bootstrap Image Preview