Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্ত্রী আর নেই

নারী ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০৯:৫৭ AM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০৮:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা (৭১) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর পিলখানায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ নিজ গ্রামে দাফনের কথা রয়েছে।

বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, তিনি গত ২৭ অক্টোবর ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত কারণে হাসপাতালে ভর্তি হন। অসুস্থ হওয়ার আগে ফজিলাতুন্নেসা নড়াইলের বাড়িতে বসবাস করে আসছিলেন। তিনি তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

বেগম ফজিলাতুন্নেসার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। তিনি তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Bootstrap Image Preview