Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, জুলাই ২০২৪ | ১ শ্রাবণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বড় পর্দায় আসছেন স্পর্শিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ১২:৫১ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ১২:৫১ PM

bdmorning Image Preview


ছোট পর্দার পরিচিত মুখ অর্চিতা স্পর্শিয়া। তবে খুব শীঘ্রই বড় পর্দায় ঝলক দেখাবেন এই অভিনেত্রী। চলতি বছরের ডিসেম্বরে তার অভিনীত ‘বন্ধন’ ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে।

অনন্য মামুনের পরিচালনায় গত বছরের জানুয়ারিতে ‘বন্ধন’ ছবির শুটিং শুরু হলেও মাঝে কাজ কয়েক মাস বন্ধ ছিল। সব জটিলতা কাটিয়ে ছবির শুটিং শেষ হয়েছে। ডাবিংয়ের কাজও শেষ। সম্প্রতি পোস্টারের ফটোশুট করেছেন স্পর্শিয়া।

এরইমধ্যে আরও দুটি সিনেমার কাজ প্রায় শেষ করেছেন স্পর্শিয়া। দর্শক যেকোনো সময় সেই ছবিগুলোর ট্রেলার দেখতে পাবেন। খুব শীঘ্রই আরও দুটি ছবির কাজ শুরুর পরিকল্পনা চলছে। তবে ছবিগুলোর নাম এবং পরিচালকের ব্যাপারে এখনই কিছু বলতে চাইছেন না এই অভিনেত্রী।

সিনেমার কাজে ব্যস্ত সময় পার করলেও ছোট পর্দায় বেশ নিরব স্পর্শিয়া। তিনি বলেন, ‘নাটকে আর কাজ করতে চাই না। নাটকে ভালো স্ক্রিপ্ট পাই না, চ্যালেঞ্জিং কোনো চরিত্রও নাই। মনের মতো অভিনয়ের সুযোগ পাই না। আগের মতো বাজেটও নাই। আমি আসলে অভিনয়ের মানুষ হতে চেয়েছি। কিন্তু নাটকে তেমন কোনো চরিত্র পাচ্ছিলাম না। বড় পর্দায় এসে মনে হচ্ছে, মনের মতো গল্পে কাজ করছি।’

ছোট পর্দায় জনপ্রিয়তা পেলেও বড় পর্দায় স্পর্শিয়া কতটা সফল হতে পারেন এখন সেটি দেখার অপেক্ষা। কারণ ছোট পর্দার অনেক পরিচিত মুখ বড় পর্দায় এসে জনপ্রিয়তা পেয়েছেন, আবার অনেকেই নিজেদের জায়গা শক্ত করতে না পেরে আগের জায়গায় ফিরে গেছেন। স্পর্শিয়া কেমন বাজিমাৎ করতে পারে সেটি সময়ই বলে দিবে।

Bootstrap Image Preview