Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, ডিসেম্বার ২০২৩ | ১৮ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিয়ে করেছেন জাস্টিন বিবার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০৯:৫৪ AM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০৯:৫৪ AM

bdmorning Image Preview


চলতি বছরের জুলাই মাসে মার্কিন মডেল হেইলি বোল্ডউইনের সঙ্গে বাগদান সেরেছেন পপ তারকা জাস্টিন বিবার। চলতি বছরের শেষে কিংবা নতুন বছরের শুরুতেই বউকে ঘরে তুলবেন বিবার। বউয়ের ভালোবাসার মোহে ডুবে আছেন তিনি।

গত ১৩ সেপ্টেম্বর বিয়ে রেজিস্ট্রেশন আদালতে গিয়েছিলেন বিবার-হেইলি। এসময় বিবার বেশ উচ্ছ্বসিত ছিলেন। আদালতে একজন বিচারক ইঙ্গিত করেন, এই জুটি বিয়ে করার অনুমতি নেয়ার জন্য নয় বরং বিয়ে করেছেন তা নিবন্ধন করাতে সেখানে গিয়েছিলেন। যদিও এ বিষয়ে নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি। তবে এবার বিয়ের খবর নিজেই জানালেন বিবার।

ইনস্টাগ্রামে হেইলি বোল্ডউইনের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে বিবার লিখেন, ‘আমার স্ত্রী সত্যি অসাধারণ।’

উল্লেখ্য, মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজের সঙ্গে জাস্টিন বিবারের প্রেমের খবর সকলের জানা। তবে সেলেনাকে ভুলে হেইলির কাছেই ফিরেছেন বিবার। সেলেনা এখন শুধুই এক অতীতের নাম।

Bootstrap Image Preview