Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, জুন ২০২৩ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘খুনসুটি’ নিয়ে ফিরছেন সজীব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৫:৫৩ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০৫:৫৩ PM

bdmorning Image Preview


দেশের প্রগতিশীল সংগীতশিল্পী সামিউল সজীব। দীর্ঘ দুই বছর পর এবার বেশ কয়েকটি নতুন গান নিয়ে ফিরছেন তিনি। তার ম‌ধ্যে ‘খুনসুটি’ ‌শিরোনামের গানটি চলতি মাসেই প্রকাশ পাবে।

এ প্রসঙ্গে সামিউল সজীব বলেন, ‘আমি কয়েক বছর আগে বেশ কিছু গান দিয়ে যাত্রা শুরু করেছিলাম। কিন্তু পড়াশোনার জন্য আমাকে বিদেশ চলে যেতে হয়। যার কারণে দুই বছর গান থেকে বিরত ছিলাম। এখন ফিরে এসে আবারও আমার দর্শকদের জন্য বেশ কয়েকটি নতুন গান করেছি। খুনসুটি খুব সুন্দর একটি গান। মিউজিক ভিডিওটি বেশ মানসম্মত হয়েছে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।’

‘খুনসুটি’ শিরোনামের গানটি লিখেছেন সাজ্জাদ রাফি, সুর ও সংগীত করেছেন মশিউর বাপ্পী। সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে। সোহাগ খান এসকের পরিচালনায় এতে মডেল হয়েছেন সাইদ হৃদয় ও প্রিয়ন্তী শ্রাবণ।

প্রসঙ্গত, ২০১৬ সালে প্রকা‌শিত বেসামাল, কিছু কথা, তুই ছাড়াসহ বেশ কিছু জনপ্রিয় গানে কন্ঠ দিয়েছেন সা‌মিউল সজীব। নতুন গানগুলো দিয়ে তিনি কেমন সাড়া ফেলতে পারেন এখন সেটি দেখার অপেক্ষা।

Bootstrap Image Preview