Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেলজিয়ামকে হতাশ করে সেমিফাইনালে সুইজারল্যান্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ১২:৫২ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০১:১২ PM

bdmorning Image Preview


রোববার রাতে উয়েফা নেশন্স লিগে বেলজিয়ামের বিপক্ষে স্বরণীয় এক জয় পেলো সুইজারল্যান্ড। শুরতে তারা ২-০ গোলে পিছিয়ে পড়েও ৫-২ ব্যবধানে ম্যাচ জিতেছে সুইসরা। হারিস সেফেরোভিচের হ্যাটট্রিকে ভর করে অসাধারণ এ জয়ে উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিল সুইসরা।

ম্যাচ শুরুর দুই মিনিটের মাথায় সুইজারল্যান্ডের গোল মুখ খোলে বেলজিয়াম। এসময় ইডেন হ্যাজার্ডের ছোট ভাই তোরগ্যান হ্যাজার্ডের গোলে এগিয়ে যায় সফরকারীরা। ১৭ মিনিটে ব্যবধার দ্বিগুণ করেন ইডেন হ্যাজার্ড। 

২৬ মিনিটে পেনাল্টি থেকে সুইজারল্যান্ডের ব্যবধানটা কমিয়ে এনেছিলেন রিকার্ডো রদ্রিগেজ। এরপর চমক দেখালেন হারিস সেফেরোভিচ। ৩১ ও ৪৪ মিনিটে জোড়া গোল করলেন তিনি। ৩-২ ব্যবধানে এগিয়ে রয়েছে বিরতীতে যায় সুইজারল্যান্ড।

বিরতির পর ম্যাচের ৬২তম মিনিটে হেডে ব্যবধান বাড়ান সুইজারল্যান্ডের নিকো এলভেদি। আর ৮৪তম মিনিটে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি জয় নিশ্চিত করেন বেনফিকার ফরোয়ার্ড সেফেরোভিচ।

গ্রুপ পর্বে ৪ ম্যাচ শেষে সুইজারল্যান্ড আর বেলজিয়াম, উভয় দলেরই সমান ৯ পয়েন্ট দাঁড়িয়েছে। কিন্তু গোল ব্যবধানে সুইসরা এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নেশন্স লিগের শেষ চারে উঠে গেছে তারা।

Bootstrap Image Preview