Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেসির আরো কাছে পৌঁছে গেলেন নেইমার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ০৯:২৯ AM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ০৯:৪১ AM

bdmorning Image Preview


শনিবার ফ্রেন্ডলি ম্যাচে উরুগুয়কে ১-০ গোলে হারাল ব্রাজিল৷ বিশ্বকাপের সেমিফাইনালে বেলজিয়ামের কাছে হারের পর এটি ব্রাজিলের টানা পঞ্চম ম্যাচ জয়৷ এই ম্যাচে বিতর্কিত পেনাল্টিতে গোল করেন নেইমার৷ জাতীয় দলে হয়ে এই গোল নেইমারকে মেসির আরো কোছে পৌঁছে দিলো।

শনিবার এমিরেটস স্টেডিয়ামে উরগয়ের বিপক্ষে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে বেশ গোছানো ফুটবল উপহার দেয় ব্রাজিল৷ ৭৬মিনিটে বক্সের মধ্যে ব্রাজিলের ডিফেন্ডার ড্যানিলোকে ফাউল করেন উরুগুয়ান দিয়েগো লাক্সাল্ট৷ পেনাল্টি পেয়ে এরপর সুযোগ নষ্ট করেননি নেইমার৷ ‘ওয়ান্ডার কিড’ স্পটকিট জাল কাঁপালে লিড পায় ব্রাজিল৷ আন্তর্জাতিক ফুটবলে এটি নেইমারের ৬০তম গোল(৯৫ম্যাচে)৷

দেশের জার্সিতে গোলের বিচারে মেসির আরও কাছে পৌঁছে গেলেন নেইমার৷ আর্জেন্টিনার জার্সিতে মেসির গোল রয়েছে ৬৫টি৷ আন্তর্জাতিক ফুটবলে আর পাঁচ গোল করলেই মেসিকে ছুঁয়ে ফেলার সুযোগ নেইমার৷ দেশের হয়ে সর্বাধিক গোল করে তালিকায় শীর্ষ রয়েছেন ইরানের ফুটবলার আলি দেই৷ তাঁর গোলসংখ্যা ১০৯৷ ৮৫টি গোল করে তালিকায় দু’নম্বরে ক্রিশ্চিয়ানো রোনালদো৷

এদিন ব্রাজিলের পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে উরুগুয়ের ফুটবলাররা ক্ষোভ প্রকাশ করেন৷সুয়ারেজদের অভিযোগ ব্রাজিলিয়ান ফুটবলারের প্লে-অ্যাক্টিংয়ের খেসারত দিতে হল৷ উল্লেখ্য বিশ্বকাপে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের প্লে-অ্যাক্টিং নিয়ে কম চর্চা হয়নি৷ ফের তাঁরই দলের এক সতীর্থের বিরুদ্ধে প্লে-অ্যাকটিংয়ের অভিযোগ উঠে গেল৷

Bootstrap Image Preview