Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বের সর্ববৃহৎ ডিজিটাল তথ্যবাতায়নে যুক্ত হলো বাংলাদেশ শিল্পকলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ১০:১৫ PM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ১০:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বর্তমান সরকারের উদ্যোগে নির্মিত বিশ্বের সর্ববৃহৎ ডিজিটাল তথ্যবাতায়নে যুক্ত হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এখন থেকে শিল্পকলা একাডেমির নিজস্ব ওয়েবসাইটে প্রতিষ্ঠানের তথ্য, নোটিস, কর্মকর্তা/কর্মচারীদের তথ্য, অনুষ্ঠানের খবর, অফিস আদেশ ইত্যাদির নিয়মিত হালনাগাদ তথ্য পাওয়া যাবে।

গতকাল বৃহস্পতিবার(১৫ নভেম্বর) জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে বেলা ১২টায় সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে শিল্পকলার মহাপরিচালক লিয়াকত আলী লাকী উক্ত ডিজিটাল সার্ভিস কার্যক্রমের উদ্ধোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির সচিব বদরুল আনম ভূঁইয়া, প্রযোজনা বিভাগের পরিচালক ড. কাজী আসাদুজ্জামান, প্রশিক্ষণ বিভাগের পরিচালক শওকাত ফারুক ও সংগীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক সোহরাব হোসেন।

এসময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাগরিক সেবা সহজ ও গতিশীল করার লক্ষ্যে আরও কয়েকটি ডিজিটাল সার্ভিস কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এখন থেকে মিলনায়তন ও মহড়া কক্ষ বরাদ্দের জন্য অনলাইনে আবেদন করা যাবে। একাডেমির তথ্য বাতায়নে এখন থেকে এই সুবিধা পাওয়া যাবে।

দাপ্তরিক কাজ সহজ ও গতিশীল করার জন্য একইসাথে সরকারের এটুআই এর সহযোগিতায় ই-নথির ব্যবস্থা ও ওয়েব মেইল চালু করা হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির কার্য্যক্রম সবার মাঝে ছড়িয়ে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুক পেইজ পরিচালনা করা হয়েছে যেখানে অনুষ্ঠান ও কার্যক্রমের তথ্য নিয়মিত হালনাগাদ করা হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ইমেইল ঠিকানাঃ [email protected], ওয়েবসাইটের ঠিকানা-shilpakala.gov.bd এবং ফেইসবুক পেইজ-facebook.com/ShilpakalaPage

Bootstrap Image Preview