Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বন্যায় কুয়েতে প্লেন ওঠা-নামা স্থগিত, বহু ফ্লাইট বাতিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ০৮:০৩ PM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ০৮:০৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


প্রতিকূল আবহাওয়ার কারণে এক সপ্তাহ ধরে চলা ভয়াবহ বন্যায় অচল হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। ভারী বর্ষণে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। বন্যার পানিতে রাস্তাঘাট সব ডুবে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি মন্ত্রণালয়ের কার্যক্রমও বন্ধ রয়েছে। এর মধ্যেই অভ্যন্তরীণ ও বৈদেশিক বেশকিছু ফ্লাইট বাতিল করেছে দেশটির এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এতে ফ্লাইট সিডিউলে দেখা দিয়েছে বিপর্যয়।

দেশটির ডাইরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ওঠা-নামা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে দেশের অভ্যন্তরে ও বাইরে বেশকিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। কিছু কিছু ফ্লাইটের নতুন সিডিউল দেওয়া হয়েছে।

এমিরেটস এয়ারলাইন্সের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, হঠাৎ করে বৃহস্পতিবার ও শুক্রবারের (১৬ নভেম্বর) ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিরূপ আবহাওয়ার কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে। শিগগিরই চূড়ান্ত গন্তব্যের জন্য ফ্লাইটগুলো আবার বুক করা হবে।

গ্রাহকদের পরবর্তী আপডেট তথ্য পেতে এমিরেটস এয়ারলাইন্সের ওয়েবসাইটে চোখ রাখতে বলা হয়েছে। এছাড়া বুকিং অফিসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

দেশটির সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, ভারী বর্ষণে দেশটির সবচেয়ে বড় সমুদ্রবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে।

Bootstrap Image Preview