চতুর্থবারের মতো শুরু হয়েছে উপমহাদেশের সবচেয়ে বড় লোকসংগীতের আসর ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৮’। জমজমাট এই আয়োজন চলবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত। মঞ্চে আলোর ঝলকানির সাথে সাথে জমে উঠেছে এবারের আসর। উৎসবের প্রথম দিনে (১৫ নভেম্বর) লোকসংগীতের মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশের ভাবনা নৃত্য দল এবং আব্দুল হাই দেওয়ান, পোল্যান্ডের দিকান্দা, ভারত থেকে ওয়াদালি ব্রাদার্স এবং সাত্যকি ব্যানার্জি। এক নজরে দেখে নিন প্রথম দিনের কিছু মুহূর্ত। ছবি তুলেছেন- শাহরিয়ার তামিম ও ইয়ামিন মজুমদার।