Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজ ফোক ফেস্টে গাইবেন যারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ০৪:২৩ PM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ০৪:২৬ PM

bdmorning Image Preview
ছবিঃ শাহরিয়ার তামিম


চতুর্থবারের মতো শুরু হয়েছে উপমহাদেশের সবচেয়ে বড় লোকসংগীতের আসর ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৮’। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। মঞ্চে আলোর ঝলকানির সাথে সাথে জমে উঠেছে এবারের আসর।

উৎসবের প্রথম দিনে (১৫ নভেম্বর) লোকসংগীতের মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশের ভাবনা নৃত্য দল এবং আব্দুল হাই দেওয়ান, পোল্যান্ডের দিকান্দা, ভারত থেকে ওয়াদালি ব্রাদার্স এবং সাত্যকি ব্যানার্জি।

জমজমাট এই আসরের আজকের চমক শুরু হবে ভারতের ‘দি রঘু দিক্ষিত প্রজেক্ট’ দিয়ে। এছাড়া আরও থাকবেন আমেরিকার ‘লস তেক্সমানিয়াক্স’, বাংলাদেশের ‘স্বরবাঞ্জ’, বাহরাইন এর ‘মাজাজ’ এর মনোমুগ্ধকর পরিবেশনা এবং সবশেষে অন্যতম আকর্ষণ হিসেবে থাকবেন বাংলাদেশ লোকসঙ্গীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। তার সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়েই শেষ হবে আজকের এই উৎসব মুখর আসর।

উল্লেখ্য, ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৫ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। সাফল্যের ধারা অব্যাহত রাখতেই চতুর্থবারের মতো সান ফাউন্ডেশন ‘আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৮’ আয়োজন করছে। এই আয়োজনে বাংলদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান শিল্পীরা লোকসংগীত পরিবেশন করে থাকেন। ফোক ফেস্টের প্রতিদিনের আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টায়, চলবে রাত ১২টা পর্যন্ত।

Bootstrap Image Preview