Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইসলাম গ্রহণকারী সেই নারীকে তীর মেরে খুন, বেঁচে গেল পেটের শিশু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ১০:৩১ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ১০:৩১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ইসলাম গ্রহণকারী ভারতীয় সেই নারী লন্ডনে তার সাবেক স্বামীর হাতে খুন হয়েছেন বলে খবর পাওয়া গেছে। খুন হওয়া ওই নারী অন্তঃসত্ত্বা ছিলেন। তবে সিজার করে বের করা হয়েছে গর্ভের শিশুকে জীবিত পাওয়া গেছে।

সোমবার মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে পূর্ব লন্ডনের ইলফোর্ড এলাকায়। নিহত ওই নারী ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক।

নিহত ওই নারীর নাম দেবী আনমাথালেগাদো। অবশ্য ওই এলাকায় তিনি সানা মোহাম্মদ নামে পরিচিত। সাত বছর আগে ইমতিয়াজ মোহাম্মদ নামে এক ব্যক্তিকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি। আগের স্বামীর তিনটি ও বর্তমান স্বামীর দুটিসহ মোট পাঁচ সন্তান রয়েছে তার।

দেশটির সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, ওই নারী তীরবিদ্ধ হওয়ার পর সিজার করে শিশুটিকে বের করা হয়। তবে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা চললেও শিশুটি বাঁচবে কি-না তা এখনই বলা যাচ্ছে না। এ ঘটনায় ব্রিটিশ মেট্রোপলিটন পুলিশ রামানোজ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

পুলিশ বলছে, রামানোজ নিহত ৩৫ বছর বয়সী ওই নারীর সাবেক স্বামী। হঠাৎ তীর দিয়ে হামলা করায় গুরতর আহত ওই নারীকে হাসপাতালে ভর্তি করানোর পর মৃত্যু হয়।

সানা মোহাম্মদের স্বামী ইমতিয়াজ বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন। হঠাৎই দেখেন ওই হামলাকারী বেশ কিছু তীর ও ধনূক নিয়ে তাদের বাড়ির কাছে দাঁড়িয়ে আছেন। সঙ্গে সঙ্গে তিনি তার স্ত্রী- সন্তানদের সতর্ক করেন। কিন্তু তারপরও শেষরক্ষা হয়নি। হামলাকারী তার স্ত্রীর পেট লক্ষ্য করে তীর চালালে চিৎকার শুরু করেন তিনি। চিৎকার শুনে প্রতিবেশিরা এসে জড়ো হলে ওই নারীকে হাসপাতালে নেয়া হয়। সেখানেই মৃত্যু হয় তার। পুলিশ ঘটনাস্থল থেকে ৩০ সেন্টিমিটার লম্বা একটি তীর উদ্ধার করেছে।

এদিকে হামলাকারীকে গ্রেফতার করেছে স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ। মঙ্গলবার বার্কিংসাইড ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হলে তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়। সংবাদ মাধ্যমে জানানো হয়, ঘাত সে নিহত সানার পূর্ব পরিচিত ছিল। খবরে জানানো হয়, হামলাকারী রমণোদ্গে উন্মাথালেগাড্ডু (৫০) নিহতের আগের স্বামী ছিল।

Bootstrap Image Preview