Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সন্তানের নাম হিটলার রাখায় জেলে গেলেন বাবা-মা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০৫:২৯ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০৫:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ছেলের নাম হিটলার রাখায় জেলে যেতে হলো বাবা-মাকে। নব্য নাৎসি দম্পতি ২২ বছরের অ্যাডম টমাস আর ৩৮ বছরের ক্লডিয়া পাটাটাস তাদের ছেলের নাম রেখেছিলেন অ্যাডলফ হিটলার। তারা ২০১৬ সালে নিষিদ্ধ সংগঠন ন্যাশনাল অ্যাকশনের সদস্য হিসেবে যোগ দেন।

ইংল্যান্ডের বার্মিংহামের ক্রাউন কোর্টের কাছে স্বষোষিত বর্ণবিদ্বেষী টমাস জানিয়েছেন, তিনি অ্যাডলফ হিটলারকে শ্রদ্ধা করেন। তাই ছেলের মাঝের নাম অ্যাডলফ রেখেছেন। ন্যাশনাল অ্যাকশনের আরেক পরিচিত সদস্য ২৭ বছরের ড্যানিয়েল বুগুনোভিককেও সোমবার দোষী সাব্যস্ত করেছে আদালত।

আদালত অ্যাডামকে গোঁড়া নাৎসি বলে অভিহিত করেছে। তার বিরুদ্ধে বোমা তৈরির কাগজপত্রও পাওয়া গেছে।অনলাইনে এই দম্পতির আলাপ হয়। দু'বছর আগে একসঙ্গে বসাবাস করতে শুরু করেন তারা। একটি ছবিতে অ্যাডামের হাতে নাৎসি পতাকা এবং পাশে ক্লডিয়ার কোলে তাদের সদ্যজাত সন্তানকে দেখা গেছে। তাদের নিষিদ্ধ সংগঠনের হয়ে কাজ করার অভিযোগে অভিযুক্ত করেছে আদালত।

Bootstrap Image Preview