Bootstrap Image Preview
ঢাকা, ০৭ শনিবার, ডিসেম্বার ২০২৪ | ২৩ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নতুন চমকে ‘যদি একদিন’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ১২:৫৬ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ১২:৫৬ PM

bdmorning Image Preview


বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান প্রথমবারের মতো বড়পর্দায় হাজির হচ্ছেন। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। সম্প্রতি এই জুটির প্রথম সিনেমা ‘যদি একদিন’ এর দ্বিতীয় পোস্টার উন্মুক্ত করলেন নির্মাতা মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ।

বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় এই সিনেমার গান ও প্রথম পোস্টার বেশ প্রশংসিত হয়েছিল। এর সাথে সাথে নতুন পোস্টারও সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসা পাচ্ছে।

নতুন এই পোস্টারে দেখা যায়, তাহসান-শ্রাবন্তী একে অপরকে আলতোভাবে জড়িয়ে রেখেছেন এবং অন্যদিকে তাদের পেছনে দেখা যাচ্ছে সিনেমার অন্যতম অভিনেতা তাসকিন রহমানকে।

ছবিটি নির্মাণ করা হয়েছে সামাজিক রোমান্টিক গল্পের একটি কাহিনী অবলম্বনে। সবার ধারণা দ্বিতীয় এই পোস্টারটি প্রকাশের মধ্য দিয়ে হয়তো নির্মাতা এক ত্রিভুজ প্রেমের আভাস দিতে চেয়েছেন। তবে এখনই সিনেমার গল্প নিয়ে মুখ খুলতে চান না নির্মাতা। তিনি চান দর্শকরা সিনেমা হলে গিয়ে গল্পটি উপভোগ করুক।

রাজ বলেন, ‘আমরা চেষ্টা করেছি দর্শকদের একটি ভালো গল্পের সিনেমা উপহার দিতে। গল্পই হলো সিনেমার হিরো। আমার বিশ্বাস দর্শকরা সিনেমাটি দেখে পছন্দ করবেন।’

প্রসঙ্গত, সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ আরও অনেকে এবং গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরীন শিখা রাইসা।

Bootstrap Image Preview