Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রিয়ালের স্থায়ী কোচ হচ্ছেন সেলারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ১০:২৫ AM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ১০:২৫ AM

bdmorning Image Preview


হুলেন লোপেতিগ ছাঁটাই হওয়ার পর  সময়টা বেশ ভালোই কটাচ্ছে রিয়াল মাদ্রিদ। ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব নেন আর্জেন্টাই বংশদূত সান্তিয়াগো সোলারি।তার অধীনে এ পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে রিয়াল। চারটি ম্যাচেই জয় পেয়েছে তারা। এর মধ্যে তিনটি ম্যাচে প্রতিপক্ষ দল গোলই করতে পারেনি।ভারপ্রাপ্ত কোচ হিসেবে চারটি ম্যাচের দায়িত্ব পাওয়া সেলারি তাই বলা যায় লেটার মার্ক নিয়েই পাস করেছেন। 

এদিকে স্প্যানিশ গণমাধ্যমের খবর, ৪২ বছর বয়সী আর্জেন্টাইন সেলারির সঙ্গেই চলতি মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি করতে পারে স্প্যানিশ জায়ান্টরা। স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন (আরএফইএফ) জানিয়েছে, তাদের কাছে ইতোমধ্যেই প্রয়োজনীয় কাগজ-পত্র জমা দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

লিগের নিয়মানুযায়ী ভারপ্রাপ্ত কোচ দুই সপ্তাহের জন্য দায়িত্ব পালন করতে পারেন। সোলারির সেই মেয়াদ শেষ হচ্ছে আজ সোমবার। এরপর তাকে যুবদলে ফিরে যেতে হবে অথবা সিনিয়র দলের সঙ্গে নতুন চুক্তি করতে হবে।

গত অক্টোবরে চিরশত্রু বার্সেলোনার মাঠে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর বরখাস্ত হন লোপেতেগি। এর পরই রিয়ালের ‘বি’ দলের কোচ সোলারির কাঁধে দায়িত্ব তুলে দেয় রিয়াল।  দায়িত্ব নেওয়ার কিছূদিন পরেই তিনি জানিয়েছিলেন দীর্ঘ মেয়াদে তিনি  রিয়ালের কোচ হতে চান। এখন দেখার বিষয় কোচ নিয়োগের শেষ দিনে স্প্যানিশ জায়ান্টরা কাকে কোচের দায়িত্ব দেয়।

 

 

Bootstrap Image Preview