Bootstrap Image Preview
ঢাকা, ১৫ শনিবার, জুন ২০২৪ | ১ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের কোটা সুবিধা বাতিল করতে যাচ্ছে ইইউ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ০১:০৬ PM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ০১:০৬ PM

bdmorning Image Preview


রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর দমন-পীড়নের ঘটনায় ইউরোপের বাজারে মিয়ানমারের চালসহ অন্য পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার ও কোটা সুবিধা বাতিল করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা গত ৩১ অক্টোবর মিয়ানমারের রাখাইন, কাচিন ও শানে চার দিনের সফর শেষে সেখানকার পরিস্থিতি দেখে এ পদক্ষেপের আভাস দেন। খবর এশিয়া টাইমস।

এদিকে জাতিসংঘের পর এবার বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, রাখাইনে রোহিঙ্গা প্রত্যাবাসনের সহায়ক পরিবেশ তৈরি হয়নি।

নিরাপদে ফিরে যাওয়া নিশ্চিতে ঢাকা ও নেপিদোর প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।

Bootstrap Image Preview