Bootstrap Image Preview
ঢাকা, ১৫ শনিবার, জুন ২০২৪ | ১ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রোনালদোর গোল পাওয়ার ম্যাচে জীতল জুভেন্টাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ১১:১৬ AM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ১১:১৬ AM

bdmorning Image Preview


ফুটবলে পেনাল্টি মিস করা মানেই বিপক্ষের হাতে ম্যাচ তুলে দেওয়া। রবিবার যার প্রতিফলন ফের দেখা গেল। হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল এসি মিলান ও জুভেন্টাস। লিগে নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখে শীর্ষস্থানে নিজেদের আসন আরও কিছুটা শক্তপোক্ত করলেন রোনালদোরা।

ইন্টার মিলানকে ২-০ গোল হারিয়েছে জুভিরা।ইতালিয়ান ফুটবলে এই ম্যাচ ঐতিহ্যের ম্যাচ। বর্তমানে জুভের থেকে ধারে ও ভারে কিছুটা পিছিয়ে মিলান। তবে ঘরের মাঠে শুরুটা কিন্তু খারাপ করেননি হিগুয়েনরা। দু'দলের খেলাতেই লক্ষ্য করা গেল গতি।

ম্যাচের ৮ মিনিটের মাথায় হেডে দুর্দান্ত গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন মানজুকিচ। ব্যবধান ফের বাড়াতেই পারতেন তিনি। তবে দ্বিতীয়বার সুযোগ কার্যকর করতে পারেননি। প্রতি আক্রমণে চাপ বাড়ালেও তেমন গোল মুখ খুলতে পারেননি মিলান। অবশ্য বিরতিতে যাওয়ার মিনিট সাতেক আগে পেনাল্টি পায় তারা। বিপক্ষ খেলোয়াড়ের হাতে বল লাগলে, ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি।

গত বছর ছিলেন জুভে জার্সিতে। নতুন মৌসুমে তাঁকে দল রাখেনি। ফলে এই ম্যাচই প্রমাণ করার ছিল মিলানের হিগুয়েনের কাছে। কিন্তু পারলেন না তিনি। তাঁর পেনাল্টি বাঁচিয়ে দেন জুভে কিপার সেজনি। ফলে বিরতিতে পিছিয়ে থেকেই শেষ করে মিলান।

বিরতির পরে শুরু থেকেই চাপ বাড়াতে থাকে মিলান। ম্যাচে বেশ নজর কাড়লেন মিলানের সুসো। কিন্তু সতীর্থদের থেকে সাহায্য না পেয়ে বড়ো একা হয়ে গেলেন। এই অর্ধে পজেশনাল ফুটবলে ম্যাচে নিয়ন্ত্রনের চেষ্টা করে জুভে। তবে জুভে খেললে শিরোনামে রোনালদো থাকবেন না তাতো হয় না। এই ম্যাচেও হয়েছে। ম্যাচের ৮১ মিনিটে দলের হয়ে ব্যবধান বাড়ান সি আর সেভেন।অ্যালেক্স সান্দ্রোসের ক্রস থেকে হেডের মাধ্যমে গোলটি করেন তিনি।

চলতি লিগে নয় ম্যাচে আট গোল হয়ে গেল তাঁর। পেনাল্টি মিস করলে যে কোনো খেলোয়াড়ের মেজাজ খারাপ হওয়ারই কথা। হিগুয়েনের ক্ষেত্রেও তাই, ফাউল করে হলুদ কার্ড দেখলেন। একইসঙ্গে রেফারির সঙ্গে বাকবিতণ্ডার জেরে সঙ্গে সঙ্গে লাল কার্ডও দেখে বসলেন।

ম্যাচের ৮৩ মিনিটের দিকে বেনাতিয়াকে পিছন থেকে ফাউল করে হলুদ কার্ড দেখেন মিলানের আর্জেন্টাইন তারকা হিগুয়েন। তাতে মেজাজ হারিয়ে রেফারির সঙ্গে তর্ক জুড়ে দেখেন লাল কার্ড দেখেন। এরপর আর গোল না হওয়ায় ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

ইন্টার মিলানের বিপক্ষে এ জয়ের ফলে ১২ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে টানা সাতবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইন্টার মিলান।

Bootstrap Image Preview