Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মোরিনহোকে বড় ব্যবধানে হারালো গুয়ার্দিওয়ালা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ০৯:৫৫ AM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ০৯:৫৫ AM

bdmorning Image Preview


মস্তিস্কের লড়াইয়ে মোরিনহোকে হারিয়ে দিলেন গুয়ার্দিওয়ালা! রবিবার রাতের ডার্বিতে জিতে পয়েন্ট তলিকায় এক নম্বরে উঠে এল ম্যান সিটি৷ ম্যাঞ্চেস্টারের রং হয়ে উঠল আকাশী৷ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ৩-১ হারিয়ে ডার্বি জিতে নিলো ম্যাঞ্চেস্টার সিটি৷

দিনের প্রথম ম্যাচে জিতে পয়েন্ট টেবিলে সবার উপরে উঠে গিয়েছিল লিভারপুল। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে ডার্বি জিতে প্রিমিয়র লিগের শীর্ষস্থান পুনরুদ্ধার করল ম্যান সিটি৷ সেই সঙ্গে চলতি লিগে এখনও পর্যন্ত অপরাজিত পেপ গুয়ার্দিওয়ালার দল৷

ম্যাচের শুরু থেকেই এদিন প্রতিপক্ষকে চেপে ধরে সিটি৷ গোল পেতেও বেশি দেরি করতে হয়নি গুয়ার্দিওয়ালার ছেলেদের৷ দ্বাদশ মিনিটে গোলের দেখা পায় ম্যান সিটি। বাঁ-দিক থেকে রাহিম স্টার্লিংয়ের বাড়ানো বল ইউনাইটেডের জালে জড়ান সিলভা। প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে ছোট ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ মিড-ফিল্ডার।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে ম্যান সিটি৷ তৃতীয় মিনিটে দারুণ আক্রমণে ব্যবধান দ্বিগুণ করেন আগুয়েরো। রিয়াদ মাহরেজের সঙ্গে বল দেওয়া নেওয়ার ফাঁকে ডি-বক্সে ঢুকে জোরাল শটে প্রতিপক্ষের জালে বল জড়াতে সক্ষম হন আর্জেন্তাইন স্ট্রাইকার। প্রথমার্ধে একবারও প্রতিপক্ষের গোলরক্ষককে পরীক্ষায় ফেলতে না-পারা ইউনাইটেড ৫৮ মিনিটে মার্শিয়ালের স্পট কিকে ব্যবধান কমায় ম্যান ইউ। বাঁ-দিক দিয়ে ডি-বক্সে ঢোকা লুকাকুকে ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন ফাউল করলে পেনাল্টিটি পায় তারা।

অসাধারণ এক পাসিং ফুটবলের পসরা সাজিয়ে ৮৬ মিনিটে ব্যবধান আরও বাড়ায় সিটি। পর্তুগিজ মিড-ফিল্ডার সিলভার দারুণ ক্রস ডি-বক্সে ফাঁকায় পেয়ে যান গিনদোয়ান৷ বল ধরে ডান পায়ের শটে তা ঠিকানায় পাঠান জার্মানির মিডফিল্ডার গিনদোয়ান। এই জয়ের ফলে ১২ ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩২। দিনের প্রথম ম্যাচে ফুলহ্যামকে ২-০ গোলে হারানো লিভারপুল ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

আরেক ম্যাচে এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করা চেলসি ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে টটেনহ্যাম হটস্পার। আর উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের সঙ্গে ঘরের মাঠে ১-১ ড্র করা আর্সেনাল ২৪ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। তবে এই ডার্বির পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হরিয়ে ১২ পয়েন্টে এগিয়ে গেল প্রতিদ্বন্দ্বী ম্যান সিটি৷

Bootstrap Image Preview