Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্রত্যাবর্তনের ম্যাচে গোল করেও হারলেন মেসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ০৯:৩৯ AM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ০৯:৩৯ AM

bdmorning Image Preview


হাতে চোট পাওয়ার পরে প্রথম বার মাঠে ফিরলেন লিওনেল মেসি। জোড়া গোলও করলেন। কিন্তু বার্সেলোনা হেরে গেল রিয়াল বেতিসের কাছে ৩-৪ গোলে। এই হারের পরেও অবশ্য লা লিগায় শীর্ষস্থানেই থাকল বার্সেলোনা। কিন্তু তাদের চ্যালেঞ্জ জানাচ্ছে আতলেতিকো দি মাদ্রিদ। ১২ ম্যাচ খেলে বার্সার পয়েন্ট এখন ২৪। সমান সংখ্যক ম্যাচের পরে আতলেতিকোর সংগ্রহ ২৩। ব্যবধান মাত্র এক পয়েন্টের।

বার্সার বিশ্রী হারের জন্য দায়ী সেই জেরার পিকেরাই। বিগত ২০ বছরে স্পেনের এই বিখ্যাত ক্লাবের রক্ষণকে কখনওই এতটা নড়বড়ে অবস্থায় দেখা যায়নি। কোচ আর্নেস্তো ভালভার্দে নিশ্চিত ভাবেই উদ্বেগে থাকবেন তাঁদের পরের ম্যাচের কথা ভেবে। যে ম্যাচে মেসিদের খেলতে হবে দিয়েগো সিমিওনের আতলেতিকোর বিরুদ্ধেই। যারা লা লিগায় এ বার শেষ ছ’টি ম্যাচেই গোল পেয়েছে!

এমনিতে ক্যাম্পে ন্যু’তে রিয়াল বেতিস কিন্তু ২০ বছর পরে হারাল বার্সাকে।ম্যাচের ৪৫ সেকেন্ডের মাথায় এগিয়ে যেতে পারত বার্সেলোনা। কিন্তু মালকমের পাস ডি-বক্সের মুখে পেয়েও তা কাজে লাগাতেই পারেননি মেসি। ষষ্ঠ মিনিটে পাল্টা আক্রমণে বার্সেলোনা গোলরক্ষককে একা পেয়ে যান সেলসো। তবে পিএসজি থেকে লিওনে বেতিসে আসা আর্জেন্তাইন এই মিড-ফিল্ডার বল উড়িয়ে দেন।

২০ মিনিটে ন্যু কাম্প স্তব্ধ করে দিয়ে এগিয়ে যায় বেতিস। নিজেদের ধারে সতীর্থের বাড়ানো বল ধরে বাঁ-দিক দিয়ে ডি-বক্সে ঢুকে রবের্তোকে কাটিয়ে গোলটি করেন স্প্যানিশ ডিফেন্ডার জুনিয়র ফিরপো। এর মিনিট তিনেক পর মেসির ফ্রি-কিকে ডি-বক্সের বাইরে বল পেয়েও তা গোল করতে পারেননি লংলে৷ তাঁর ভলি ঝাঁপিয়ে আটকে দেন গোলরক্ষক লোপেস। এর কিছুক্ষণ পর মুহূর্তের ব্যবধানে দু’টি সুযোগ নষ্ট হয় বেতিসের৷ তেইয়োর নিচু শট দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে আটকে দেন স্টেগেন।

বেতিসের একের পর এক আক্রমণ রুখতে ব্যতিব্যস্ত বার্সেলোনা ৩৪ মিনিটে দ্বিতীয় গোল হজম করে। ডান দিক থেকে স্বদেশি ফরোয়ার্ড তেইয়োর পাস পেনাল্টি স্পটের কাছে একা পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন স্পেনের হোয়াকিন। ম্যাচে ফিরতে মরিয়া বার্সেলোনা দ্বিতীয়ার্ধের শুরু থেকে বারবার আক্রমণে উঠতে থাকে। কিন্তু ভালো কোনও সুযোগ তৈরি করতে পারছিলেন না মেসিরা।

অবশেষে ৬৮ মিনিটে মেসির সফল স্পট কিকে ম্যাচে ফেরে বার্সেলোনা। বাঁ-দিক দিয়ে ডি-বক্সে ঢোকা আলবা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। গোল করতে ভুল করেননি মেসি৷ কিন্তু স্টেগেনের ভুলে বার্সার এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭১ মিনিটে সেলসোর জোরালো শট হাতে লেগে জালে জড়িয়ে যায়। এর পর ভিদালের নৈপুণ্যে ৭৯ মিনিটে আবারও ব্যবধান কমায় বার্সেলোনা। কিন্তু এক কিছু পরে সেলসোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ক্রোয়েশিয়ান মিড-ফিল্ডার ইভান রাকিতিচ।

প্রতিপক্ষকে ১০ জনে পেয়ে দারুণভাবে সুযোগ কাজে লাগায় বেতিস। ৮৩ মিনিটে বাঁ-দিক থেকে ফিরপোর বাড়ানো বল ঠিকানায় পাঠাতে ভুল করেননি কানালেস। শেষের নাটকীয়তা তখনও বাকি ছিল। ম্যাচের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ভিদালের পাস গোলমুখে পেয়ে জালে পাঠান মেসি। তাতে ব্যবধান কমলেও হার এড়াতে পারেনি চ্যাম্পিয়নরা। 

Bootstrap Image Preview