Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, জুলাই ২০২৪ | ১ শ্রাবণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শুরু হচ্ছে বিডি হিপ হপ ফেস্ট ২০১৮

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০৩:১৪ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০৩:১৪ PM

bdmorning Image Preview


চতুর্থবারের মতো শুরু হতে যাচ্ছে বিডি হিপ হপ ফেস্ট ২০১৮। এ উপলক্ষ্যে গত শনিবার (১০ নভেম্বর) বিশ্ব সাহিত্য কেন্দ্রের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিলো।

আয়োজকরা জানান, আগামী ২৯ নভেম্বর সন্ধ্যা ৬টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, বসুন্ধরা (আইসিসিবি) নবরাত্রী হলে এই  উৎসবটি অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত ছিলেন বিডি হিপ হপ ফেস্ট ২০১৮ এর ডিরেক্টর আশিনুল কবির রাজন, এ কবির আর গ্রুপ এবং রদেভুঁর চেয়ারম্যান এমএম কামাল পাশা, যোগাযোগ বিষয়ক নির্বাহী,স্যাস কম্প্যাক্ট টিউনের চেয়ারম্যান, কোরিওগ্রাফার এবং স্টাইলিস্ট সৈয়দ রুমা, টেকনিক্যাল ডিরেক্টর নুরুল মোমেন সোহেল, ইউনিয়ন গ্রুপের মার্কেটিং হেড, মডেল মারিয়া কিসপোত্তা এবং মডেল শাবনাজ সাদিয়া ইমি।

এই উৎসবে পারফর্ম করবেন খ্যাতিমান সকল হিপ হপ তারকারা। তাদের মধ্যে রয়েছে হিপ হপ রাজত্ব, জালালি সেট, বাংলা মেন্টালজ, ডি হাজ, গ্রিন কোস্ট, টি জেড, পপার্সের বি-বয় হিপ হপ ড্যান্স, বি-বটস, ডি ওয়ারিয়র্স, ঘোস্ট ইন দ্য সিটির বিট বক্সিংয়ের মতো জনপ্রিয় র‍্যাপ দল।

এই উৎসবে ডিস্ক জকি হিসেবে থাকবেন ডিজে রিওন ও ডিজে জি। এর পাশাপাশি হিপ হপ ফ্যাশন শো ছাড়াও আয়োজকদের পক্ষ থেকে থাকবে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার।

হিপ হপ এই উৎসবে অংশ নিতে কোনো টিকিট লাগবে না। কিন্তু www.aconlinebd.com এই লিংকে গিয়ে ফ্রিতে রেজিস্ট্রেশন করতে হবে। উৎসবটির টাইটেল স্পন্সর করছেন এসিঅনলাইনবিডি.কম ও নোকিয়া অ্যানড্রয়েড স্মার্টফোন এবং এই উৎসবের কো-স্পন্সর হিসেবে রয়েছে ওয়াচেস ওয়ার্ল্ড লিমিটেড, এ কবির আর গ্রুপ এবং মোবাইল ওয়ার্ল্ড লিমিটেড।

Bootstrap Image Preview