Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্যালন ডি অরের যোগ্য দাবিদার ফ্রান্স: এমবাপে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ০৯:০০ PM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ০৯:০০ PM

bdmorning Image Preview


ফ্রান্সের ফুটবল সেনসেশন কিলিয়ান এমবাপে বলেছেন, ফুটবলের শ্রেষ্ঠ তারকা হিসেবে এখনো নিজেদের অবস্থান ধরে রেখেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু দলকে বিশ্বকাপ শিরোপা পাইয়ে দেয়ায় তার নিজেরই ব্যালন ডি’অর খেতাব জয়ের সম্ভাবনা বেশী।

রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জয়ে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করেন ১৯ বছর বয়সি এ ফুটবল তারকা। আসরে চার গোল করেছেন এমবাপে। তন্মধ্যে একটি গোল রয়েছে ফাইনালে, ক্রেয়েশিয়ার বিপক্ষে। শিরোপা নির্ধারনী ম্যাচে দ্বিতীয় কোন টিনএজার হিসেবে গোলটি করেছেন তিনি। এর আগে ১৯৫৮ সালে বিশ্বকাপের ফাইনালে গোল করেছিলেন ব্রাজিলীয় কিংবদন্তী পেলে। ম্যাচে ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বসেরার মুকুট মাথায় পড়ে ফ্রান্স। আসরের ‘ইয়ং প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট’ নির্বাচিত হন তিনি।

এরপর প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে লীগ ওয়ানেও সর্বোচ্চ গোলদাতার আসনটি দখলে নিয়েছেন এমবাপে। ফরাসি লীগের শিরোপা জয়ের পথে ক্লাবের হয়ে ১১টি গোল করেছেন এই উদীয়মান তারকা।

বর্ষসেরা ফুটবল তারকার ১০টি খেতাব সমান ভাগে জয় করে নিয়েছেন মেসি ও রোনালদো। এমবাপের মতে তারা এখনো সেরার আসনেই আছেন। বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে এই ফরাসি আন্তর্জাতিক বলেন,‘ তবে এই মুহুর্তে তাদের একজনও ভাল করতে পারছেননা। তারপরও আমরা বলতে পারবনা তাদের সম্ভাবনা নেই। কারণ তখনই মেসি-রোনালদো যুগের অবসান ঘটবে যখন অন্য কেউ তাদের চেয়ে ভাল করবে।’

তরুন এই স্ট্রাইকার আরো বলেন,‘ আমি এটিও মনে করিনা তাদের মধ্যে থেকে কেউ এবছর ব্যালন ডি’অর খেতাব জয় করতে পারবেন। কারণ এটি ছিল বিশ্বকাপের বছর। ফ্রান্স বিশ্বফুটবলে বিরাট কিছুই করেছে। আমাদের কাউকে পুরস্কারটা দেওয়া হলে সেটা অন্যায্য কিছু হবে না। উল্টে আমি তো বলব, ফ্রান্সের কেউ এই পুরস্কারটা না পেলেই তা লজ্জার ব্যাপার হবে। আমরা একটা ইতিহাস গড়েছি। এবং তার জন্য পুরস্কৃত হলে সেটা দারুণ খুশির ব্যাপারও হবে।’’ 

বিশ্বকাপে এমবাপের ফ্রান্স বিশ্বকাপ শিরোপা জয় করলেও শেষ ষোল থেকে বিদায় নিয়েছে মেসির আর্জেন্টিনা ও রোনালদোর পর্তুগাল। এমবাপে বলেন,‘ আপনি যদি একেবারেই ফর্মে থাকা খেলোয়াড়কে এই খেতাব দিতে চান, তাহলে কাউকে খুঁজে পাবেননা। এই বছর তারা আবারো সেরার আসনে ফিরছে। ইউরোপে মেসি সেরা গোলদাতার আসনে আছেন, আর চ্যাম্পিয়ন্স লীগে সর্বোচ্চ গোলদাতা ছিলেন রোনালদো।’

ফ্রান্সের হয়ে সর্বশেষ ব্যালন ডি’অর খেতাব জয় করেছিলেন জিনেদিন জিদান। জাতীয় দলকে ১৯৯৮ সালের বিশ্বকাপ এনে দিয়ে এই খেতাবটি জিতে নিয়েছিলেন তিনি। এমবাপে বলেন, ‘সত্যিকার অর্থে এবার আমি এই খেতাব জয়ের আশা করছি। কারণ আমরা বড় কিছু অর্জন করেছি। আমরা একটি ইতিহাস রচনা করেছি। এর পুরস্কারটি পেলে সেটি হবে দারুন বিষয়।’

ভোটে বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ক্রোয়েশিয় তারকা লুকা মড্রিচ। এবারের ব্যালন ডি’অর খেতাবের জন্য তিনিও ফেভারিট। মড্রিচ এমবাপের চেয়ে ১৪ বছরের বড়। সুতরাং নিজের দলের তরুন তারকা হিসেবে এমবাপেরও সুযোগ আছে।

Bootstrap Image Preview