Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শনিবার, ডিসেম্বার ২০২৩ | ২৪ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফিরে এলো ‘নায়ক’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ০৩:০৩ PM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ০৩:০৩ PM

bdmorning Image Preview


গত ১৯ অক্টোবর সারাদেশের মোট ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো বাপ্পি চৌধুরী ও অধরা খান জুটির প্রথম সিনেমা ‘নায়ক’। মুক্তির পর দর্শকমহলেও বেশ প্রশংসিত হয়েছিলো ছবিটি। গত শুক্রবার (৯ নভেম্বর) থেকে সারাদেশের আবারও মোট ১২টি প্রেক্ষাগৃহে এই ছবিটি  প্রদর্শিত করা হচ্ছে। আগামী সপ্তাহে আরও নতুন কয়েকটি বড় প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত করা হবে বলে জানিয়েছে ‘নায়ক’র প্রযোজনা প্রতিষ্ঠান।

পারিবারিক রোমান্টিক গল্পের এই  ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে অভিষেক হয় নায়িকা অধরা খানের। দ্বিতীয়বারের মতো আবারও প্রেক্ষাগৃহে নিজের ছবি প্রদর্শন নিয়ে বেশ আনন্দ প্রকাশ করেছেন তিনি।

অন্যদিকে ছবির নায়ক বাপ্পি চৌধুরী বলেন, ‘ছবিটি দর্শকরা পছন্দ করেছেন বলেই আবারও নতুনভাবে প্রদর্শন করা হচ্ছে। সেই জন্য দর্শকদের বলবো আপনার পাশের হলে গিয়ে  ছবিটি দেখুন। ছবিতে নতুন এক বাপ্পিকে দেখতে পাবেন।’

মৌলিক গল্পের এই ছবিতে বাপ্পি-অধরা ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, অমিত হাসান, রেবেকা, সুব্রত, শিমুল খান, আরজুমান্দ আরা বকুল, আমান রেজা, পাপিয়াসহ আরও অনেকে। ছবিটির পরিচালনা করেছেন যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান।

যেসব হলগুলোতে প্রদর্শিত করা হচ্ছে এই ছবিটি তার মধ্যে রয়েছে, ‘ চিত্রামহল (ঢাকা), গুলশান (নারায়ণগঞ্জ), বনানী (ফতুল্লা), চিত্রালী (খুলনা), মানসী (কিশোরগঞ্জ), কানন সিনেমা (ফেনী), মডার্ন (দিনাজপুর), তিতাস (পটুয়াখালী), মোহন (হবিগঞ্জ), মোহনা (কোনাবাড়ী), ঝংকার (বকশিগঞ্জ), বিজিবি (হালিশহর)।

Bootstrap Image Preview