চলতি বছরের ২৩শে ডিসেম্বর ১১তম জাতীয় নির্বাচন। সারা দেশজুড়ে চলছে রাজনৈতিক আলোচনা এবং হিসাব-নিকাশ। এমন সময় সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৬ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে দিলশাদুল হক শিমুল পরিচালিত সিনেমা ‘লিডার’। পরিচালক মনে করছেন এটাই ছবি মুক্তির জন্য মোক্ষম সময়।
ছবিটির গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এটি একটি রাজনৈতিক চলচ্চিত্র। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও তার পটপরিবর্তনকে তুলে আনার চেষ্টা করা হয়েছে। তারই সঙ্গে এই ছবিতে আরও গুরুত্ব দেয়া হয়েছে তরুণ সমাজের আগামীর ভাবনার দিকে। রাজনীতির কাঠখোট্টা ও নির্মম কৌশল ছাড়াও এই ছবিতে আরও দেখা যাবে ঋতু বৈচিত্র এবং প্রাকৃতিক সৌন্দর্য যা কিনা ফ্রেমবন্দি করতেও অনেকটা সময় দিতে হয়েছে তাকে।’
‘লিডার’ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, মৌসুমী, শহীদুল আলম সাচ্চু, ওমর সানী, মতিন রহমানসহ আরও অনেকে। ছবিটি মুক্তি পাবে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন হলগুলোতে।