Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জুনিয়র টেনিসে চায়নার জো জিয়াওইয়ানের দ্বি-মুকুট লাভ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০৬:২৯ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ০৬:২৯ PM

bdmorning Image Preview


বাংলাদেশে অনুষ্ঠিতব্য ৩২তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্টে দ্বি-মুকুট লাভ করেছে চায়নার জো জিয়াওইয়ান।

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ওয়ালটন এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে ০৩-০৯ নভেম্বর ২০১৮ পর্যন্ত আয়োজিত “ওয়ালটন ৩২তম বাংলাদেশ আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতা ২০১৮” এর সবগুলি ইভেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজকের খেলায় ছেলেদের এককে ভারতের কুশান শাহ ৬-৪, ৭-৫ গেমে স্বদেশী আরিয়ান জাবেরীকে পরাজিত করে এবং মেয়েদের এককে চায়নার জো জিয়াওইয়ান ১-৬, ৬-৩, ৬-৩ গেমে স্বদেশী সান ইফানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অপরদিকে বালক দ্বৈতের খেলায় ভারতের তেজভি মেহরা ও ইশান সেঠি জুটি ৬-৪, ৬-০ গেমে স্বদেশী উদয়ভির সিং ও ধ্রুব তানগিরি জুটিকে পরাজিত করে এবং বালিকা দ্বৈতে চায়নার সান ইফান ও  জো জিয়াওইয়ান জুটি ৬-৩, ৬-২ গেমে  স্বদেশী জিজাং জিয়ং ও ইউজিয়া মা জুটিকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।

বালিকা একক ও বালিকা দ্বৈতে উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়ে চায়নার জো জিয়াওইয়ান দ্বিমুকুট লাভ করল।

উল্লেখ্য প্রতিযোগিতায় বালক একক, বালক দ্বৈত, বালিকা একক ও বালিকা দ্বৈত ৪টি ইভেন্টে ১০টি দেশের ৪১জন বালক ও ৩৪জন বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশসমূহ হলো বাংলাদেশ, আমেরিকা, চায়না, চাইনিজ তাইপে, জার্মানী, ভারত, কোরিয়া, মালয়েশিয়া, নেপাল ও শ্রীলঙ্কা। প্রতিযোগিতার টাইটেল স্পন্সর হিসেবে ওয়ালটন গ্রুপ ছাড়াও কো-স্পন্সর হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:, শাহজালাল ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:, মিল্কভিটা, প্রাণ ড্রিংকিং ওয়াটার ও একমি পৃষ্ঠপোষকতা করে।  

খেলা শেষে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার ডন, শাহজালাল ইসলামী ব্যাংক লি: এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম, প্রান আরএফএলের হেড অব একটিভেশন আদেল খান, একমি ল্যাবরেটরিজের সিনিয়র ম্যানেজার মাহবুব হারুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদকগোলাম মোরশেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview