ঢাকাই সিনেমার শাহেন শাহ শাকিব। তার নামেই অনেক সিনেমা সুপারহিটের তকমা পেয়ে যায়। বলা চলে, শাকিবের উপর ভর করেই বর্তমান ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে। এবার এই সুপারস্টারের মা হচ্ছেন অভিনেত্রী মম শিউলী। শামীম আহম্মেদ রনি পরিচালিত ‘শাহেন শাহ’ মা-ছেলের সংসার পাতবেন তারা।
শাকিব খানকে নিয়ে মম শিউলী বলেন,‘আমি শাকিব খানের সঙ্গে এর আগে দুটি ছবিতে কাজ করেছি। সেগুলো হলো, শিকারী ও চালবাজ। দুটি ছবিই আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। কারণ প্রথমতো ছবিটি শকিব খানের, দ্বিতীয়তো দুটি ছবিই ছিল যৌথ প্রযোজনার। কলকাতার টেকনিশিয়ানরা অনেক সিরিয়াস, তারপর ভিন দেশ। তবে কাজ করে অনেক ভালো লেগেছে। বিশেষ করে শাকিব খানের সঙ্গে কাজ করে ভালো লেগেছে। আসলেই সে অনেক গুণী অভিনয় শিল্পী।’
‘শাহেন শাহ’ নিয়ে শিউলী বলেন, ‘এই ছবিতে আমি শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করছি। শাকিব খানের সঙ্গে দেশি ছবিতে এটাই আমার প্রথম কাজ। আমি ধন্যবাদ দিতে চাই পরিচালক শামীম আহমেদ রনিকে। তিনি আমাকে এই ছবিতে যুক্ত করেছেন। আশা করি, ছবিটি ভালো কিছু হবে।’
মায়ের চরিত্র নিয়ে শিউলি বলেন,‘মা শব্দটির গভীরতা অনেক। একেক পরিবারে মা একেক রকম হলেও মায়ের মূল রূপটা একই। তারপরও গল্প অনুযায়ী আলাদা একটা ধরণ থাকে। আমি মায়ের চরিত্র করতে পছন্দ করি। তবে পরিচালক অন্য কোনো চরিত্র দিলে সেটিও আমি করতে চাই।’
ঢাকাই চলচ্চিত্রে ২০০৯ সালে অভিনয় শুরু করেন এই অভিনেত্রী। তার অভিনীত উল্লেখযোগ্য ছবি হচ্ছে শিকারী, অহংকার, চালবাজ।