Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভূপেন হাজারিকার স্মরণে ১ মিনিট নিরব ছিল শিল্পকলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ০৯:৫৫ PM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ০৯:৫৫ PM

bdmorning Image Preview


উপমহাদেশের প্রখ্যাত গণসংগীত শিল্পী ড. ভূপেন হাজারিকা'র ৭ম প্রয়াণ দিবস উপলক্ষ্যে ‘আজ জীবন খুঁজে পাবি’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

গতকাল সোমবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও ব্যতিক্রম মাসদো-এর সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানের শুরুতে শিল্পীর স্মরণে ১মিনিট নিরবতা পালন এবং মঙ্গল প্রদীপ প্রজ্জলন করা হয়। এরপর অতিথিদের উত্তরীয় প্রদান করেন অনুষ্ঠানটির সভাপতি এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এসময় ব্যতিক্রম মাসদো এর পক্ষ থেকে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের হাতে ভূপেন হাজারিকার আত্মজীবনীসহ তাঁর লেখা ১৮টি বই ও ২টি প্রামান্যচিত্র তুলে দেওয়া হয়।

আলোচনা পর্বের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূপেন হাজারিকার বোন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুদক্ষিণা শর্মা। তিনি শিল্পীর আত্বজীবনী গ্রন্থের উপর আলোচনা করে্ন। এছাড়াও আলোচনায় অংশ নিয়েছেন ড. সৌমেন ভারতীয়া ও ড. তিমির দে।

আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয়। সমবেত সঙ্গীত পরিবেশন করেছেন ঢাকা সাংস্কৃতিক দল এবং সমবেত নৃত্য পরিবেশন করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যদল। সাংস্কৃতিক পর্বের শুরুতে সংগীত পরিবেশন করেন সুদক্ষিণা শর্মা, রিশিরাজ শর্মা এবং ইয়াসমিন আলী। এছাড়াও সংগীত পরিবেশন করেন একাডেমির সংগীত শিল্পী রোকসানা রূপসা, সোহানুর রহমান, সুচিত্রা রানী এবং আরও অনেকেই।

Bootstrap Image Preview