Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাদ্রিদে নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত 

কবির আল মাহমুদ, স্পেন প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ০৩:৪২ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ০৩:৪৩ PM

bdmorning Image Preview


স্পেনের মাদ্রিদে বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশনের নব গঠিত কমিটিকে প্রবাসের অন্যতম সংগঠন 'নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটি' মাদ্রিদের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (৩নভেম্বর ) রাতে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলরুমে বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মিল্টন ভূঁইয়া কচিসহ নব গঠিত কমিটির নেতৃবৃন্দের সম্মানে নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটি মাদ্রিদের পক্ষ থেকে এক গণসংবর্ধনা সভার আয়োজন করা হয়।
 
বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি ও নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ব্যবসায়ী ও সমাজসেবক আলামীন মিয়ার সভাপতিত্বে ও তরুন সংগঠক তামিম ইকবাল তামিম ও সাঈদ আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, সিনিয়র সহ সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ দুলাল সাফা, ভালিয়েন্তে বাংলার সভাপতি মোঃ ফজলে এলাহী, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক ইলাম উদ্দিন পংকি, মোজাম্মেল হোসেন মনু, নূর হোসেন পাটোয়ারী, আবুল খায়ের, এস এম  আহমেদ মনির, মোরশেদ আলম তাহের, এ কে এম জহিরুল ইসলাম, নোয়াখালী সমিতির সভাপতি আবুল কাশেম, শেখ আব্দুর রহমান, মোঃ সায়েম, এসএম মাসুদ, মো. ইকবাল, মো. শাহ আলম, মমিনুল ইসলাম স্বাধীন, একরামুজ্জামান কিরণ, মাওঃ আসাদুজ্জামান রাজ্জাক, আয়ূব আলী সোহাগ, সৈয়দ আমিনুল হক আলন, খলিল খান, শাওন আহমেদ, নারী নেত্রী শামীমা হোসাইনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

সংবর্ধনা সভায় বক্তারা মাদ্রিদে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধভাবে বসবাস করে নিজেদের উন্নয়নের পাশাপাশি মাতৃভূমি বাংলাদেশের উন্নয়নেও ভূমিকা রাখার আহ্বান জানান। কমিউনিটির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্বারোপ করেন কমিউনিটির ব্যক্তিবর্গ। এছাড়া কমিউনিটির মধ্যে দ্বিধা বিভক্ত সৃষ্টিকারী ব্যক্তিদের বয়কটেরও দাবি জানান সবাই।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি এম এইচ সোহেল ভূইয়া বলেন, আমরা বৃহত্তর ঢাকার নরসিংদীবাসীর প্রতি চির ঋণী হয়ে গেলাম। নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির দেওয়া সম্মানে আমরা বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশনের সকল নেতৃবৃন্দ অভিভূত এবং কৃতজ্ঞ। কমিউনিটি তথা ঢাকাবাসীর উন্নয়নে ভূমিকা রাখতে পারলে আমরা গৌরববোধ করবো।

সভাপতির বক্তব্যে আলামিন মিয়া তিথিদের ধন্যবাদ জানিয়ে প্রবাসীদের কল্যাণে বেশকিছু কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং তা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। পরে নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিদেরকে নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ ক্রেষ্ট প্রধান করা হয়।

Bootstrap Image Preview