Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সূচকের পাশাপাশি কমেছে শেয়ারের দর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ০৩:৩০ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ০৩:৩০ PM

bdmorning Image Preview


দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন।এদিন সূচকের পাশাপাশি কমেছে বিভিন্ন কোম্পানির শেয়ারের দর।তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে।

দিনভর লেনদেন হওয়া ২৪১টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫২৩৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১২১১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৫২ পয়েন্টে।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ২৫ পয়েন্ট কমে অবস্থান করে ৫২৫৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করে ১২১৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৮৬৫ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৫২৯ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ৯ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার টাকা।

আজ দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩৯ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা।

Bootstrap Image Preview