Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাপন ও ফয়সল হাত বাড়ালেও অস্ট্রেলিয়ায় সৈকতে ডুবে যায় রাহাত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৮:১৫ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৮:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


অস্ট্রেলিয়ার সিডনির ওয়ালি পার্কে ঘুরতে গিয়ে সৈকতে ডুবে বাংলাদেশি ছাত্র রাহাত বিন মোস্তাফিজের (২০) মৃত্যু হয়েছে।

তিনি কুমিল্লার বিষ্ণপুর এলাকার ব্যাংক কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের ছোট ছেলে। তাদের নিকট আত্মীয় ব্যাংক কর্মকর্তা কাজী ফখরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

অস্ট্রেলিয়ার পুলিশের প্রাথমিক ধারণা- ঘোরাঘুরিতে ক্লান্ত রাহাত লাফিয়ে পড়ার সময় ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। এ কারণে দুর্ঘটনা ঘটেছে। শিগগিরই তার মরদেহ দেশে আনা হবে বলে রাহাতের পারিবারিক সূত্র জানায়।

জানা যায়, অস্ট্রেলিয়ায় একসঙ্গে পড়ালেখা করেন বাংলাদেশি তিন ছাত্র রাহাত, বাপন ও ফয়সল। তারা একসঙ্গে সিডনির ওয়ালি পার্কে থাকেন। তিন বন্ধু বৃহস্পতিবার একসঙ্গে বেড়াতে বের হন। দক্ষিণ সিডনির রয়েল ন্যাশনাল পার্ক লাগোয়া ওয়াটামোলা সৈকত সাঁতারের জন্য বিশেষ জনপ্রিয়। ওখানে কিছু উঁচু জায়গা আছে, সেখান থেকে সাঁতারুরা লাফিয়ে পড়েন সৈকতে। তিন বন্ধুই সাঁতার জানতেন। কিন্তু লাফিয়ে পড়ে কিছুক্ষণ সাঁতরানোর পর রাহাত বলেন আমি আর সাঁতরাতে পারছি না। বাপন ও ফয়সল তখন রাহাতের দিকে হাত বাড়ান। কিন্তু ততক্ষণে তলিয়ে যেতে শুরু করে রাহাত। পরে পুলিশ এসে রাহাতের মরদেহ উদ্ধার করে।

Bootstrap Image Preview