Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আন্তোনিও কন্তের শর্ত, চুক্তি করল না রিয়াল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ০১:০০ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ০১:০০ PM

bdmorning Image Preview


সোমবার মধ্যরাতে রিয়াল মাদ্রিদের এক্সিকিউটিভ কমিটির সভায় সিলমোহর পড়ে খুলেন লোপেতেগুইয়ের ছাঁটাইয়ে। তবে আন্তনিও কন্তের সঙ্গে চুক্তি সম্ভব হয়নি। ইতালিয়ান কোচের শর্ত মানতে না পারায়। তার বদলে রিয়ালের গালাকতিকোস টিমে খেলা আর্জেন্টিনীয় মিডফিল্ডার সোলারিকে অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে। রিয়ালের যুব টিম ও বি টিম মিলিয়ে প্রায় সাড়ে পাঁচ বছর কোচিং করাচ্ছিলেন লিও মেসির ভক্ত সোলারি।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, মরসুম শুরুর পর কোনও টিমের কোচ ছাঁটাই হলে মাত্র দু’সপ্তাহের মধ্যে নতুন কোচ নিয়োগ করতে হবে। যাঁর সঠিক লাইসেন্স আছে। সোলারির তা আছেও। তবে প্রাক্তন ব্রাজিলিয়ান ও বার্সা তারকা রিভাল্দো বলেছেন, ‘সোলারির ক্ষমতা তিন-চারটে ম্যাচে কাজ করার মতোই। পূর্ণ দায়িত্বের যোগ্যতা নেই।’ এই বক্তব্যে অনেকে আর্জেন্তিনা-ব্রাজিল প্রতিদ্বন্দ্বিতা দেখছেন।

আর্জেন্টিনার মেসির ছোটবেলার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের যুব টিমেও খেলেছিলেন। পরে রিয়ালে জিদান-ফিগো-রোনাল্দোরা থাকলেও নিয়মিত সুযোগ পেতেন। সোলারি প্রাথমিক ভাবে যে ১৫ দিনের দায়িত্ব পাচ্ছেন, সেই সময় রিয়াল মাদ্রিদের চারটি ম্যাচ আছে। কোপা দেল রেইতে মেলিয়া, লা লিগায় ভায়াদোলিদ ও সেল্‌তা বিগো এবং চ্যাম্পিয়ন্স লিগে ভিক্টোরিয়া পিলসেনের বিরুদ্ধে। এই চার ম্যাচে উন্নতির ইঙ্গিত পেলে হয়তো সোলারিকে সিনিয়র টিমের কোচও করা হতে পারে। 

স্পেনের মিডিয়ায় প্রকাশ পেয়েছে, কেন কন্তের সঙ্গে সমঝোতায় আসতে পারল না রিয়াল মাদ্রিদ কর্তারা। কন্তে খেলতে চেয়েছেন তিন ডিফেন্ডার নিয়ে, ৩-৫-২ ফর্মেশনে। এর জন্য কন্তে একজন সেন্টার ব্যাক ও সেন্টার ফরোয়ার্ড চেয়েছেন। কিন্তু মৌসুমের এই সময়ে নতুন কোনও ফুটবলার আনা সম্ভব নয়। তা ছাড়া অন্তত আড়াই বছরের চুক্তির দাবিও করেছেন ইতালিয়ান কোচ। এই সব দাবি শুনেই পিছিয়ে এসেছেন রিয়াল কর্তারা। 

রিয়ালের জুনিয়র টিম বা বি টিমে দীর্ঘ দিন কাজের অভিজ্ঞতার জন্য সোলারিকে নিয়ে আশাবাদী রিয়াল কর্তারা। ১৯৯৬ সালে রিভার প্লেটে ফুটবলার হিসেবে পেশাদার চুক্তি করেছিলেন সোলারি। বছর তিনেক পর আসেন আতলেতিকো মাদ্রিদে। তারপরেই রিয়ালে। ২০৮টি ম্যাচ খেলেছিলেন। যে সময়ে দুটি লা লিগা, একটি চ্যাম্পয়িন্স লিগ, একটি ইউরোপিয়ান সুপার কাপ ও দুটি স্প্যানিশ সুপার কাপ জিতেছিলেন। কোচ হিসেবে কাজ করেছেন শুধু রিয়ালের যুব এবং বি টিমে। 

সোলারির এই ১৫ দিনে বিশেষ কিছু করার সুযোগ নেই। রিয়াল শেষ পর্যন্ত স্থায়ী কোচ হিসেবে কাকে নিয়োগ করে তা দেখার অপেক্ষায় সারা বিশ্বের রিয়াল সমর্থকরা। 

Bootstrap Image Preview