বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনির্বাণ আদর্শে বিশ্বাসী, বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ২৫ টি সাংস্কৃতিক সংগঠনের জোট “বাঙালি সাংস্কৃতিক বন্ধন” এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হতে যাচ্ছে।
আগামী বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ১০.৪৫ টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় জিবনের সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের মহিমা ও বাঙালি সংস্কৃতির বিকাশ ও চর্চাকে বেগবান করে সকলের মাঝে বাঙালি সংস্কৃতিকে জাগ্রত এবং সর্বোপরি বিশ্বদরবারে পৌঁছে দিতে এই সংগঠন দেশব্যাপী বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা করবে।
উক্ত অনুষ্ঠানে বাঙালি সাংস্কৃতিক বন্ধনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য অভিনেতা আকবর হোসেন পাঠান (চিত্রনায়ক ফারুক) এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখবেন নাট্যজন ড. ইনামুল হক, কবি কাজী রোজী, কবি ড. মুহাম্মদ সামাদ, নাট্যজন লিয়াকত আলী লাকি, শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী, মনোরঞ্জন ঘোষাল, সংগীতজ্ঞ শেখ সাদী খান, নাট্যজন এসএম মহসিন, চলচিত্র ব্যাক্তিত্ব সালাউদ্দিন বাদল, অভিনেতা শহিদুল আলম সাচ্চু, শিল্পী বুলবুল মহলানবীশ, চিত্রশিল্পী জামাল আহমেদ, নাট্যজন কেরামত মওলা, বাউল শিল্পী সফি মণ্ডল, চিত্রনায়ক ড্যানিসিডাক, ফেরদৌস, রিয়াজ, জায়েদ খান প্রমুখ।
বন্ধনের অন্তর্ভুক্ত সংগঠনসমূহ হলঃ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, আওয়ামী শিল্পীগোষ্ঠী, বাংলার মুখ, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম, আওয়ামী সাংস্কৃতিক জোট, বাংলাদেশ লোক সাংস্কৃতিক পরিষদ, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, স্বাধীনতা চারুশিল্পী পরিষদ, বঙ্গবন্ধু লেখক পরিষদ, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, শিল্পী কলাকুশলী সমিতি, ভাওয়াইয়া অঙ্গন, বাংলাদেশ ললিতকলা পরিষদ, বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসার, প্রতিভা মূল্যায়ন সংসদ, স্বাধীনতা সাংস্কৃতিক একাডেমী, বঙ্গমাতা পরিষদ।