Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ধর্মঘটের ফলে বেড়েছে সবজির দাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০৩:৩০ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ০১:২৬ PM

bdmorning Image Preview


সড়ক সড়ক পরিবহন আইন সংশোধনসহ আট দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে বেড়েছে প্রায় সব রকম সবজির দাম। পরিবহন ধর্মঘটের ফলে সৃষ্ট অচলাবস্থায় প্রায় প্রতিটি সবজির কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।

আজ রাজধানীর কারওয়ানবাজার, হাতিরপুল বাজার, মোহাম্মদপুর টাউন হল বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ব্যবসায়ী বলছেন, পরিবহন ধর্মঘটের ফলে বাজারে ঠিকমতো সবজি আসতে পারছে না। বাজারে যে পরিমাণ সবজির চাহিদা আছে তার থেকে অনেক কম পরিমাণ সবজি বাজারে আসছে। তাছাড়া দূরপাল্লা থেকে সবজি নিয়ে আসতে ট্রাক মালিকরাও ভীত সন্তোস্ত বোধ করছেন। আর যারাই ট্রাক নিয়ে দূরপাল্লা থেকে আসছেন তারাও দাম হাকাচ্ছেন দ্বিগুন। যার ফলে পণ্য পরিবহনে অনেক খরচ পড়ে যাচ্ছে। আর এর প্রভাবেই দাম বেড়ে গেছে সবজিসহ অন্যান্য পণ্যের।

বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকায়। যা গতকাল বিক্রি হয়েছে ৫০ টাকায়। প্রতি কেজি গোল বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। যা গতকাল বিক্রি হয়েছে ৫০-৬০ টাকায়। গেলো সপ্তাহে শীতের আগাম সবজি শিমের দাম ৭০-৮০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু ধর্মঘটের প্রভাবে কেজিতে ৫০-৬০ টাকা বেড়ে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়। প্রতি কেজি টমেটো কেজিতে ২০-৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়। প্রতি কেজি ওস্তা কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। কেজিতে ২০-৩০ টাকা বেড়ে প্রতি কেজি বরবটি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। প্রতি কেজি করলা কেজিতে ২০-৩০ টাকা বিক্রি হচ্ছে ৮০ টাকা। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

প্রতি কেজি মৌ-শিম বিক্রি হচ্ছে কেজিতে ৩০-৪০ টাকা বেড়ে ১০০ টাকায়। প্রতি কেজি ধুন্দল বিক্রি হচ্ছে ৫০ টাকায়। আর প্রতি কেজি ঝিঙ্গায় কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

এদিকে শীতকালীন আরেক আগাম সবজি ফুলকপি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। যা গতকাল বিক্রি হয়েছে ৩০-৪০ টাকায়। প্রতি পিস পাতাকপি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। যা গতকাল বিক্রি হয়েছে ৩০-৪০ টাকায়।

প্রতি কেজি কাঁচা মরিচ গেলো শুক্রবারে বিক্রি হয়েছে ৫০-৬০ টাকায়। আর গতকাল বিক্রি হয়েছে ১২০ টাকায়। আজ কেজিতে আরও ৫০-৬০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকায়।

সবজির দাম বাড়ার বিষয়ে কারওয়ান বাজারের সবজি বিক্রেতা মানিক বিডিমর্নিংকে বলেন, পরিবহন ধর্মঘটের ফলে বাজারে চাহিদার চেয়ে সবজির সরবরাহ কম থাকায় বেড়েছে সবজির দাম। তিনি বলেন, ধর্মঘট প্রত্যাহার করলেই ফের স্বাভাবিক হবে সবজির দাম।

কারওয়ানবাজারের আরেক সবজি বিক্রেতা রাসেল বিডিমর্নিংকে বলেন, ধর্মঘটের ফলে রাস্তায় আটকা পরেছে অনেক সবজির ট্রাক। আর ধর্ঘটের কারণে ট্রাক মালিকরা দূরপাল্লায় সবজি পরিবহন করতে ভয় পাচ্ছে। আর যারা সবজি নিয়ে ঢাকায় সবজি নিয়ে আসছেন তারা দ্বিগুন দাম নিচ্ছেন। যার ফলে স্বভাবতই বেড়ে গেছে সবজির দাম

অপরদিকে স্থিতিশীল আছে পেঁয়াজের দাম। প্রতি কেজি দেশি পেঁয়াজ গেলো সপ্তাহের মতই বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকায়। আর প্রতি কেজি আমদানি করা পেঁয়াজও বিক্রি হচ্ছে গেলো সপ্তাহের মত ২৫-৩০ টাকায়। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায়। আর প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।

পরিবহন ধর্মঘটে প্রভাব পড়েনি ব্রয়লার মুরগির দামের উপর। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২৫-১৩০ টাকায়। প্রতি পিস কর্ক মুরগি বিক্রি হচ্ছে ২৪০ টাকায়।

মুরগির পাশাপাশি ডিমের দামও আছে অপরিবর্তিত। গেলো সপ্তাহের মত প্রতি ডজন ডিম বিক্রি হছে ১০৫ টাকায়। আর খুচরা দোকানে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

Bootstrap Image Preview