Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দক্ষিণ আফ্রিকায় বিজয় দিবস গোল্ডকাপ টুর্নামেন্ট নিয়ে মতবিনিময় সভা

এস আই রনি, (দক্ষিণ আফ্রিকা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ১১:০৩ AM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ১১:০৩ AM

bdmorning Image Preview


দক্ষিণ আফ্রিকায় আফ্রিকা বাংলা মিডিয়া কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস ক্রিকেট গোল্ডকাপ টুর্নামেন্টের পূর্বপ্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জোহানসবার্গের ফোর্ডসবার্গে স্থানীয় এক রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হাই কমিশনের কোন্সুলার জনাবা খালেদা বেগম এবং প্রধান বক্তা হিসেবে ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জনাব মেরাজ মিয়া।  

আবদুল মুমিন মুন্নার সঞ্চালনায় এবং আফ্রিকা বাংলা মিডিয়া কর্পোরেশনের প্রধান নির্বাহী নোমান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।

এসময় টুর্নামেন্টে অংশগ্রহণকারী টিমগুলোর প্রতিনিধিদের পরিচয়পর্ব শেষে খেলা সংক্রান্ত নানা দিক, নিয়মাবলী ও শর্তসমূহ প্রস্তাবনা করা হয় এবং এর আলোকে সকল টিম সদস্যদের অভিযোগ ও পরামর্শ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টুর্নামেন্টের প্রধান স্পন্সর ও সাউথইস্ট মানি এক্সেঞ্জ কোম্পানির কান্ট্রি হেড কাজী ফরহাদ কামাল, বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি আবদুল আওয়াল তানসেন, ইসলামী ফোরাম অব আফ্রিকার ঘাউটেং প্রভিন্সের সভাপতি আবুল কাশেম, জাতীয়তাবাদী দল বিএনপি দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় নেতা নূরুল আলম, আফ্রিকা বাংলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ব্যক্তিগণ।

মিডিয়া স্পন্সর হিসেবে ছিলেন, আআর টিভি, মসিক আফ্রো বাংলা, আফ্রো বাংলা, শাপলা টিভি এবং বিডিমর্নিং ডট কম।

উল্লেখ্য, মহান বিজয় দিবস গোল্ডকাপ ক্রিকেট টি২০ টুর্নামেন্টে মোট ২০টি টিম অংশগ্রহণ করছে। খেলা পরিচিত হবে নক আউট পদ্ধতিতে। মোট তিনটি ভেনুতে খেলাগুলো পরিচালিত হবে। উদ্বোধনী খেলা ৪ নভেম্বর ২০১৮তে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠান শেষে সকলকে আপ্যায়ন করানো হয়।   
 

Bootstrap Image Preview