Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, অক্টোবার ২০২৪ | ২৭ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৫ গোলে রিয়ালকে নাস্তানাবুদ করল বার্সা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০৯:৪২ AM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০৯:৪২ AM

bdmorning Image Preview


চোটের জন্য বার্সা শিবিরে মেসি নেই৷ রোনালদো ছেড়েছেন রিয়াল মাদ্রিদ৷ দুই তারকাকে ছাড়া প্রথম এল ক্লাসিকো যতটা ফ্যাকাশে হবে ভাবা গিয়েছিল, ততটা ম্যাড়মেড়ে হল না একা সুয়ারেজের জন্য৷ ন্যু ক্যাম্পে এল ক্লাসিকোর জৌলুস ফেরালেন সুয়ারেজই৷ গ্যালারিতে বসে প্রিয় সতীর্থকে তাঁর খামতি ঢাকতে দেখলেন মেসি নিজে৷

আক্রমণ-প্রতিআক্রমণে ভরা নাটকীয় ম্যাচ৷ একটা অনবদ্য গোল ও উত্তেজক কিছু মুহূর্ত উপহার দিলেও সমর্থকদের খুশি করতে পারল না লোপেতেগুইয়ের দল৷ ফলে দুই অর্ধ মিলিয়ে পাঁচটি গোল হজম করে মাঠ ছাড়ল রিয়াল মাদ্রিদ৷ ৫-১ গোলে ম্যাচ জিতে লা লিগার শীর্ষে ফিরল বার্সেলোনা৷ কাতালান দলটির হয়ে হ্যাটট্রিক করেন সুয়ারেজ৷ অপর দু’টি গোল কুটিনহো ও ভিদাল৷ রিয়ালের হয়ে ব্যবধান কমান মার্সেলো৷

সেভিয়ার বিরুদ্ধে হাত ভেঙে মেসি মাঠের বাইরে ছিকটে যাওয়ার পর তাঁর পরিবর্ত হিসাবে বার্সা কোচ ভালভারদে রাফিনহাকে প্রথম একাদশে সুযোগ দিয়েছিলেন৷ ম্যাচে ইন্টার মিলানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ব্রাজিলিয়ান তারকা হতাশ করেননি কোচকে৷ ফলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিরুদ্ধেও তাঁর উপরেই আস্থা রাখেন বার্সা কোচ৷ সুতরাং, চ্যাম্পিয়ন্স লিগের প্রথম একাদশ অপরিবর্তিতে রেখেই দল নামায় বার্সেলোনা৷

রিয়াল মাদ্রিদ অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে ভিক্টোরিয়া প্লজেনকে হারিয়ে আসা দলে একটি পরিবর্তন করে৷ ভাজকুয়েজকে বসিয়ে লোপোতেগুই প্রথম একাদশে নিয়ে আসেন ভারানেকে৷

ঘরের মাঠে শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয় বার্সেলোনা৷ ১১মিনিটে জোর্ডি আলবার পাস থেকে রিয়ালের জালে বার্সার হয়ে প্রথমবার বল জড়ান ফিলিপ কুটিনহো৷ ১৯ মিনিটে নাচোর ভুলে আরও একটি গোল হজম করার উপক্রম করেছিল রিয়াল৷ তবে মোলোর জোরালো শট দুরন্ত ক্ষিপ্রতায় প্রতিহত করেন রিয়াল গোলরক্ষক৷

২৮ মিনিটে সুয়ারেজরে নিজেদের বক্সে ফাউল করেন ভারানে৷ রেফারি প্রাথমিকভাবে পেনাল্টি দিতে অস্বীকার করলেও ভিডিও রেফারেলের সাহায্য নিয়ে শেষমেশ স্পট-কিকের নির্দেশ দেন৷ ৩০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সার হয়ে ব্যবধান বাড়িয়ে ২-০ করেন সুয়ারেজ৷ প্রথমার্ধে আর কোনও গোল হয়নি৷

৫০ মিনিটে রিয়ালের হয়ে ব্যবধান কমান মার্সেলো৷ ৫৬ মিনিটে মদ্রিচের শট পোস্টে লেগে না ফিরলে সে যাত্রায় ম্যাচে সমতা ফেরাতে পারত মাদ্রিদ৷ ৬০ মিনিটে সুযারেজের শট পোস্টে প্রতিহত হয়৷ ৭৫ মিনিটে রবের্তোর পাস থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন সুয়ারেজ৷ ৮৩ মিনিটে সেই রবের্তোর পাস থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন উরুগুয়েন স্ট্রাইকার৷ এই স্মরণীয় হ্যাটট্রিক তিনি উপহার দেন নিজের নবজাতক সন্তানকে, জার্সির নীচে যার ছবি নিয়ে সুয়ারেজ মাঠে নেমেছিলেন৷

৮৭ মিনিটে দেম্বেলের পাস থেকে ভিদাল রিয়ালের জালে বল জড়িয়ে পাঁচ গোলের বৃত্ত পূর্ণ করেন৷ এল ক্লাসিকোয় জয়ের সুবাদে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে ফিরে আসে বার্সেলোনা৷পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর রিয়াল মাদ্রিদ রয়েছে নবম স্থানে।

Bootstrap Image Preview