গেলো শুক্রবার (২৬ অক্টোবর) সারাদেশের প্রায় ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাইমন সাদিক ও অধরা খান জুটির নতুন সিনেমা ‘মাতাল’। মুক্তির প্রথম দিন থেকেই ছবিটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকশ্রোতা।
শুক্রবার ঢাকার বেশ কয়েকটি সিনেমা হল পরিদর্শনে গিয়েছিল ‘মাতাল’ টিম। এ সময় ছবির পরিচালক শাহীন সুমন, চিত্রনায়ক সাইমন সাদিক, নায়িকা অধরা খান, খল-অভিনেতা জয়রাজ, প্রযোজক শরীফ চৌধুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
ঢাকার অভিসার, চিত্রামহল, এশিয়া, নিউ গুলশানসহ (জিঞ্জিরা) বেশ কিছু সিনেমা হলে দর্শকের উপচে পড়া ভিড় ছিল। প্রতিটি সিনেমা হলেই দর্শকরা ‘মাতাল’ টিমের সবাইকে ঘিরে ধরেন। কেউ সেলফি তুলতে চাইছেন, কেউবা নায়ক-নায়িকার সঙ্গে কথা বলার জন্যে চিৎকার করছিলেন। আবার কেউবা মাতাল-মাতাল-মাতাল বলে চিৎকার করছিলেন। দর্শকের সবাই ছবিটি দেখে মুগ্ধ। সেই সঙ্গে বাড়তি পাওয়া হিসেবে যোগ হয় নায়ক-নায়িকা-ভিলেন ও পরিচালককে সামনা-সামনি দেখতে পাওয়া।
‘মাতাল’ মুক্তির আগেই সাংবাদিকদের শাহীন সুমন বলেছিলেন, ‘আমি দর্শকের পছন্দের কথা বিবেচনা করে ছবি নির্মাণ করি। এত বছর ধরে ছবি বানাচ্ছি দর্শকদের সবসময় সাথে পেয়েছি। আমার অন্য ছবির মতো এই ছবিটিও ব্যবসা সফল হবে আশা করছি। পরিপূর্ণ বিনোদনের ছবি এটি। দর্শকরা যতক্ষণ হলে থাকবেন ছবির গল্প ও শিল্পীদের অভিনয় তাদের মুগ্ধ করবে।’
সাইমন সাদিক বলেন, ‘গুণী পরিচালক শাহীন সুমন মানেই সুপার হিট ছবি। অনেক দিনের ইচ্ছে ছিল তার ছবিতে অভিনয় করার। অবশেষে কাজটি হলো, সিনেমা হলেও প্রদর্শিত হচ্ছে। পরিচালকের অন্যান্য ছবির মতো এই ছবিটিও ব্যবসা সফল হবে আশা করছি।’
চিত্রনায়িকা অধরা খান বলেন, ‘যে কয়টি হলে গিয়েছি প্রতিটি শো হাউজফুল ছিল। ভালো রেসপন্স পাচ্ছি। সবাই হলে গিয়ে ছবিটি দেখুন। বিনোদন নিয়েই ঘরে ফিরতে পারবেন। ছবিটি দেখে কেউ নিরাশ হবেন না।’
অন্যদিকে মঞ্চ ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জয়রাজ বলেন, ‘আমি চলচ্চিত্রে আগেও অভিনয় করেছি। তবে বাণিজ্যিক ধারার ছবিতে প্রথমবার অভিনয় করলাম। এতটা সাড়া পাবো ভাবতে পারিনি। দর্শকের এই রেসপন্স ভুলবার নয়। তাদের জন্য আমার অন্তর থেকে ভালোবাসা জানাই।’
তিনি আরো বলেন, ‘মাতাল ছবিতে আমি ভিলেন হিসেবে অভিনয় করেছি। এখানে আমাকে নোয়াখালীর ভাষায় কথা বলতে হয়েছে। চমৎকার সব ডায়লগ ছিল। চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে অভিনয় করার। আর যদি কোনও ভুলক্রুতি হয়ে থাকে দর্শকরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।’