রিয়েল পারফর্মার বোধহয় তারাই হন যারা যে কোনও দলে মানিয়ে নিতে পারেন সমানভাবে। যেমন ক্রিশ্চিয়ানো রোনালদো। জুভেন্টাসের হয়ে নতুন ইনিংসের শুরুতে কিছুটা ছন্দহীনতায় ভুগছিলেন ঠিকই, কিন্তু যত দিন যাচ্ছে তুরিনের ক্লাবটির হয়েও জাত চেনাচ্ছেন পর্তুগিজ ফুটবলের পোস্টার বয়। জুভেন্টাসের হয়ে ইতিমধ্যেই দশ ম্যাচ খেলে ৭ টি গোল লেখা হয়ে গেল তাঁর নামের পাশে। সঙ্গে রয়েছে ৪ টি অ্যাসিস্ট। শনিবার রাতে তাঁর জোড়া গোলে সিরি-‘এ’র ম্যাচে এম্পোলিকে ২-০ গোলে হারাল মাসিমিলিয়ানো আলেগ্রি’র ছেলেরা।
শনিবার অ্যাওয়ে ম্যাচে পিছিয়ে পড়া জুভেন্টাসের হয়ে ত্রাতা হয়ে উঠলেন সিআরসেভেন। হেভিওয়েট জুভেন্টাসের বিরুদ্ধে ঘরের মাঠে এদিন অপ্রত্যাশিত ভাবেই প্রথমে এগিয়ে যায় গতবারের সিরি-‘বি’ চ্যাম্পিয়ন এম্পোলি। ২৮ মিনিটে ফ্রান্সিসকো কাপুতো গোল করে এগিয়ে দেন দলকে। প্রথমার্ধে সেই লিড ধরে রাখতে সমর্থ হয় হোম টিম।
কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হতেই যদিও সমস্ত জারিজুরি উধাও এম্পোলি’র। ৫৪ মিনিটে বিপক্ষ এক ডিফেন্ডার পাওলো দিবালা’কে বক্সের মধ্যে অবৈধভাবে ধাক্কা দিয়ে বসলে পেনাল্টি পায় জুভেন্টাস। স্পটকিক থেকে ঠান্ডা মাথায় বল জালে রাখেন রোনালদো।
৭০ মিনিটে ২৫ গজ দূরে টপ কর্নার থেকে রোনালদোর দূরপাল্লার শট ফের জড়িয়ে যায় বিপক্ষের জালে। ওখানেই জয় নিশ্চিত হয়ে যায় জুভেন্টাসের। এই জয়ের ফলে দশ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট সংগ্রহ করে লিগের মগডালে তুরিনের ক্লাবটি। এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয়স্থানে থাকা নাপোলি’র চেয়ে পরিস্কার সাত পয়েন্টে এগিয়ে তারা।