Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

৯ গোলের বড় জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ১০:৩৯ AM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ১০:৩৯ AM

bdmorning Image Preview


সাফ অনূর্ধ্ব ১৫ পুরুষ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৯ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শনিবার নেপালের রাজধানী কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বাংলাদেশের দুই ফরোয়ার্ড নিসাত জামান উচ্ছ্বাস ও রাসেল আহমেদের দুর্দান্ত হ্যাট্রিকে মালদ্বীপকে বিধ্বস্ত করে।

প্রথমার্ধেই বাংলাদেশ ৪-০ গোল হজম করায় মালদ্বীপকে। ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশের কিশোররা। ১১,২০ ও ২৩ মিনিটে তিন গোল করে ম্যাচের প্রথম হ্যাট্রিক করেন উচ্ছ্বাস। প্রথমার্ধের অন্তিম মুহূর্তে গোল করে ব্যবধান ৪-এ উন্নতি করেন মেহেদী হাসান।

দ্বিতীয়ার্ধেই দুই মিনিটেই দুই গোল করেন রাসেল আহমেদ। ৬৬ মিনিটে ম্যাচের দ্বিতীয় হ্যাট্রিক আসে রাসেলের পা থেকে। ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে আশিকুর রহমান ও ম্যাচের একদম শেষ পর্যায়ে  তৌহিদুল আলম হৃদয় মালদ্বীপের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।

সোমবার দ্বিতীয় ম্যাচ খেলবে নেপালের বিরুদ্ধে। এ ম্যাচ ড্র করলেই বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হবে। মালদ্বীপ দুই ম্যাচের দুইটিতেই হারলে বাংলাদেশের সেমি নিশ্চিত হয়ে যায়।

Bootstrap Image Preview