Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, ডিসেম্বার ২০২৩ | ১৮ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দেবীকে সুপারহিট বানাতে একটি আঙুলই ভেঙে ফেললাম: ফারিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ০৭:২৬ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ০৭:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মুক্তি পেয়েছে অনম বিশ্বাস পরিচালিত প্রথম ছবি ‘দেবী’। সরকারি অনুদানে নির্মিত জয়া আহসানের প্রথম প্রযোজিত ছবিও এটি। ছবিটি মুক্তির আগেই অভিনব প্রচারণার ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয় ছবিটি। এই ছবির সুপারহিট নিয়ে বেশ আশাবাদী শবনম ফারিয়া। তাই ছবি মুক্তি পাওয়ার পর থেকেই প্রচারণার কাজে ব্যস্ত তিনি।

তেমনি গতকাল শুক্রবার রাতে ‘দেবী’ ছবির প্রচারণার কাজ করে বাসায় ফেরেন শবনম ফারিয়া। এরপরই দুর্ঘটনায় পড়েন তিনি।

জানা যায়, বাসার সিঁড়িতে আলো নেভানো ছিল। অসাবধানতাবশত হঠাৎ পা পিছলে পড়ে যান শবনম ফারিয়া। হাতে মারাত্মক ব্যথা পান। তাঁকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি জানিয়ে শনিবার শবনম ফারিয়া তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। লিখেন, আমাদের শুটিং এ একটি কথা প্রচলিত আছে, ‘প্রপস ভাঙলে নাকি নাটক/সিনেমা হিট’। দেবী তো এমনিতেই হিট। কিন্তু সুপারহিট বানানোর জন্য আমি আমার একটি আঙুলই ভেঙে ফেললাম। সিনেমা এবার ব্লকবাস্টার হওয়ার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না।

তিনি আরও লিখেন, আগামী ২১দিন হাত ঠিক হওয়ার আগ পর্যন্ত কোন প্রকার শুটিং এ অংশ নেওয়া সম্ভব হবে না। আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই আমার জন্য একটু দুআ করবেন, তাড়াতাড়ি যাতে আপনাদের মাঝে ফিরতে পারি। আর বেশি মিস করলে, আপনার পাশের সিনেমা হলে দেবী তো আছেই, দেখে নিয়েন।

চিকিৎসক জানান, ফারিয়ার ডান হাতের আঙুল ভেঙে গেছে। তিনি ২১ দিন হাত নড়াচড়া করতে পারবেন না।

হ‌ুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে তৈরি ‘দেবী’তে অভিনয় করেছেন শবনম ফারিয়া। এবারই প্রথম চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিতিতে আরও অভিনয় করেছেন, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া।

Bootstrap Image Preview