বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত অভিনেত্রীর নাম জয়া আহসান। দুই বাংলায় রয়েছে তার সমান জনপ্রিয়তা। নিজ গুণে আর অভিনয় দক্ষতায় জয় করেছে সবার হৃদয়। সেই জয়ার প্রিয় অভিনেত্রী কে? এমন প্রশ্নের উত্তর নিজেই জানিয়েছেন। প্রয়াত জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের 'দেবী' উপন্যাস নিয়ে নির্মিত হয়েছে তার নতুন ছবি। সেই ছবির অফিসিয়াল ফেসবুক পেইজে জানালেন অভিনেত্রীর কথা।
জয়া আহসান বলেন, ‘আমার অভিনয় জীবনের শুরু থেকেই যখন কেউ আমার কাছে জানতে চেয়েছে, প্রিয় অভিনেত্রী কে? আমি বরাবরই শিলা আহমেদ-এর নামটি নিয়েছি। আমি নিশ্চিত, আমার মত আরো অনেকেই শিলা আহমেদের অভিনয়ের ভক্ত। সেই শিলা আমার প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘দেবী’ দেখতে এসে আমাদের অনেক বেশি সম্মানিত করেছে। আমি কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ।'
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ নাটকের তিতলি চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হন উঠেন হুমায়ূন কন্যা শিলা আহমেদ। তারপর ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে আফসানা মিমির ছোট বোন চরিত্রে দেখা যায় তাকে। বিপাশা হায়াতের সঙ্গে ‘ওইজা বোর্ড’ নাটকেও শিলাকে দুর্দান্ত অভিনয় করেন তিনি।
এরপর হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমণি’সিনেমায় শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেন শিলা। এ সিনেমায় শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-১৯৯৪’ ঘরে তুলে নেন শিলা আহমেদ।