Bootstrap Image Preview
ঢাকা, ০২ শনিবার, ডিসেম্বার ২০২৩ | ১৮ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘দেবী’তে মুগ্ধ হুমায়ূন পরিবার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ০৪:৪৯ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ০৪:৪৯ PM

bdmorning Image Preview


মুক্তি পেয়েছে অনম বিশ্বাস পরিচালিত প্রথম ছবি ‘দেবী’। সরকারি অনুদানে নির্মিত জয়া আহসানের প্রথম প্রযোজিত ছবিও এটি। দেবী মুক্তির আগেই অভিনব প্রচারণার ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয় ছবিটি। অন্যসবার মত হুমায়ূন পরিবারের কাছেও ‘দেবী’ নিয়ে ছিল বিশেষ আগ্রহ। কেমন হয়েছে জয়ার ‘দেবী’? 

এই নিয়ে ‘দেবী’র অফিসিয়াল ফেসবুক পেইজে জয়া আহসানের পোস্ট করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, ‘আমার অভিনয় জীবনের শুরু থেকেই যখন কেউ আমার কাছে জানতে চেয়েছে, প্রিয় অভিনেত্রী কে? আমি বরাবরই শিলা আহমেদ-এর নামটি নিয়েছি। আমি নিশ্চিত, আমার মত আরো অনেকেই শিলা আহমেদের অভিনয়ের ভক্ত। সেই শিলা আমার প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘দেবী’ দেখতে এসে আমাদের অনেক বেশি সম্মানিত করেছে। আমি কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ। নুহাশ হুমায়ূনের কথাও আলাদাভাবে উল্লেখ করতে চাই। ‘দেবী’ চলচ্চিত্রের শুরু থেকে এখন পর্যন্ত নুহাশকে পাশে পেয়েছি সবসময়। ধন্যবাদ নুহাশ হুমায়ূন। ‘

মা শাওনের সঙ্গে ‘দেবী’ দর্শনে এসেছিলেন হুমায়ূন আহমেদের ছোট সংসারের দুই পুত্র নিষাদ ও নিনিত। সিনেমা দেখে মুগ্ধ হয়ে বড় ছেলে নিষাদ দিয়েছে দশে দশ। ছোট ছেলে নিনিত ২ নম্বর কম দিয়েছে। কারণ একটাই এই সিনেমা দেখে সে নাকি অনেক ভয় পেয়েছে!

অভিনেত্রী ও পরিচালক শাওনকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে জয়া বলেন, ‘অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা মেহের আফরোজ শাওনকে। আমাদের ‘দেবী’ চলচ্চিত্রের পাশে থাকবার জন্য ‘সি তে সিনেমা’র পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা।’ৎ

প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের বহুল পঠিত উপন্যাস `দেবী` অবলম্বনে নির্মিত হয়েছে `দেবী` সিনেমা। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের প্রথম প্রযোজিত সিনেমা `দেবী`। সিনেমাটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস।

ছবিটি মুক্তির পর থেকেই হলে হলে ঘুরছেন জয়া। দর্শকদের সঙ্গে বসে দেখছেন নিজের অভিনীত ও প্রযোজিত ছবি। দেবী’ প্রতি দর্শকদের সাড়া কেমন জানতে চাইলেন জয়া বলেন, ‘দর্শকদের ভালোবাসায় আমি মুগ্ধ। সবাই ছবিটি যারা দেখছেন তারা সবাই পজেটিভি মন্তব্য দিচ্ছেন। এতোদিন ছবিটির প্রচারণা আমি করছি এখন যারা দেখছেন তারাও ছবিটির প্রচারণা চালাচ্ছেন। বোঝতেই পারছেন দর্শক সাড়া কেমন পাচ্ছি।’

Bootstrap Image Preview