Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কণ্ঠশীলনের নতুন সভাপতি গোলাম সারোয়ার ও সা. সম্পাদক রইস উল ইসলাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ০৯:৩৯ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ১০:২৬ PM

bdmorning Image Preview
কণ্ঠশীলনের নতুন কার্যকরী পরিষদ


প্রশিক্ষক গোলাম সারোয়ারকে সভাপতি ও রইস উল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কণ্ঠশীলনের ২০১৮-২০২০ মেয়াদের নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে।

আজ ২৬শে অক্টোবর-২০১৮ (শুক্রবার) বিকেলে রাজধানী ঢাকার কণ্ঠশীলন কার্যালয়ে নির্বাচন আধিকারিক তহমিদ উদ্দিন আহমেদ ২১ সদস্যবিশিষ্ট দ্বিবার্ষিক (২০১৮-২০২০) পর্ষদের নাম ঘোষণা করেন। এতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য খ্যাতিমান আবৃত্তিশিল্পী ও উচ্চারণ প্রশিক্ষক গোলাম সারোয়ার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রইস উল ইসলাম। এ ছাড়াও কণ্ঠশীলন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে প্রশিক্ষক ও নির্দেশক মীর বরকতকে।

অন্যান্য পদে সহ-সভাপতি: প্রকৌশলী আহমাদুল হাসান হাসনু, মোস্তফা কামাল, সংগঠন সম্পাদক: শফিক সিদ্দিকী, সহকারী সংগঠন সম্পাদক: নুরুজ্জামান নান্নু, শিক্ষা, অনুষ্ঠান ও প্রচার সম্পাদক: সালাম খোকন, সহকারি শিক্ষা, অনুষ্ঠান ও প্রচার সম্পাদক: মীর শরীয়তের রহমান নিবিড়, কোষাধ্যক্ষ: মো. আব্দুল কাইয়ুম, দপ্তর সম্পাদক: জে.এম. মারুফ সিদ্দিকী, সদস্য: মীর বরকত, মো. আব্দুর রাজ্জাক, একেএম শহীদুল্লাহ কায়সার, শিরিন ইসলাম, নরোত্তম হালদার, মো. সোহেল রানা, লিটন বারুরী, ইলা রহমান, অনন্যা গোস্বামী, বাদল সাহা শোভন ও মিনহাজুল বশির শোভন।

এদিকে আজ বিকাল ৫টায় সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান কণ্ঠশীলনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কণ্ঠশীলন সভাপতি গোলাম সারোয়ার। সভায় উপস্থিত ছিলেন কণ্ঠশীলন প্রশিক্ষকবৃন্দ, পর্ষদ সদস্য, সাধারণ সদস্য ও প্রাথমিক সদস্যরা। সভার শুরুতে কণ্ঠশীলনের সাবেক সভাপতি প্রয়াত কথা সাহিত্যিক শওকত আলী, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, আবৃত্তিশিল্পী কাজী আরিফ এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসী হামলায় নিহত সবার আত্মার শান্তি কামনা করা হয়।

সভাপতি গোলাম সারোয়ারের আহ্বানে গত দুই বছরের কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরেন সাধারণ সম্পাদক রইস উল ইসলাম, আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মো. আব্দুল কাইয়ুম। প্রতিবেদন দুটির বিষয়ে আলোচনায় অংশ নেন কণ্ঠশীলন সদস্যরা। সবার আলোচনার মধ্য দিয়ে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় গত দুই বছরের কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন।

সভার আলোচ্যসূচি অনুযায়ী গঠনতন্ত্রের কিছু অংশের সংশোধনী প্রস্তাব গৃহীত হবার পরে সভাপতি বিগত পর্ষদ অবলুপ্ত করেন।

সভায় বক্তৃতা করেন অধ্যক্ষ মীর বরকত, নবনির্বাচিত সভাপতি গোলাম সারোয়ার, সহ-সভাপতি প্রকৌশলী আহমাদুল হাসান হাসনু, মোস্তফা কামাল ও নির্বাচন আধিকারিক তহমিদ উদ্দিন আহমেদ।

Bootstrap Image Preview