Bootstrap Image Preview
ঢাকা, ১২ শুক্রবার, জুলাই ২০২৪ | ২৮ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবসরের ঘোষণা দিলেন রবিন ভ্যান পার্সি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ১১:১০ AM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ১১:১০ AM

bdmorning Image Preview


ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও আর্সেনালের প্রাক্তন স্ট্রাইকার রবিন ভ্যান পার্সি ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন। চলতি মৌসুমের শেষেই আন্তর্জাতিক ফুটবল থেকে বুট জোড়া তুলে রাখবেন ৩৫ বছরের ডাচ তারকা। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন তিনি। ডাচ দৈনিক এডি-তে নিজের অবসরের কথা জানিয়ে তিনি বললেন, 'এই মৌসুম শেষ হলেই আমি ফুটবলকে বিদায় জানাব। আমি ৩৬-এ পা দিতে চলেছি। শেষ ১৮ বছর পেশাদার ফুটবল খেলছি। সেই পাঁচ বছর বয়স থেকেই আমার পায়ে ফুটবল।'

২০০১ সালে হল্যান্ডের ক্লাব ফেয়েনুর্ডের হয়ে সিনিয়র ক্যারিয়ার শুরু করেন পার্সি। এরপর ২০০৪-এ আর্সেনালে চলে আসেন তিনি। সেখানে আট বছর কাটিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে তিন বছর খেলেন। ২০১৫-তে লন্ডন ছেড়ে তুরস্কতে পাড়ি দেন তিনি। খেলেন ফেনেরবাখের হয়ে। শেষ তিন বছর তিনি খেলছেন ফেয়েনুর্ডের হয়ে। ফিরে এসেছেন ক্যারিয়ারের প্রথম ক্লাবে। পার্সি আরও জানিয়েছেন যে, এখনও তাঁর খেতাব জয়ের লক্ষ্য রয়েছে। কিন্তু এটাই তাঁর কাছে সাফল্যের মাপকাঠি নয়। তিনি তরুণ ফুটবলারদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান। এই খেলাকে ফিরিয়ে দিতে চান কিছু।

ইংল্যান্ডের হয়ে ফুটবল খেলাকালীন পার্সি এফএ কাপ জিতেছেন আর্সেনালের হয়ে। ২০১১-তে অ্যালেক্স ফার্গুসনের কোচিংয়ে ম্যান-ইউ-তে ফুল ফুটিয়েছেন। জিতেছেন প্রিমিয়র লিগ। ৮৬টি ম্যাচে ৪৮টি গোল ছিল তাঁর। আর্সেনাল ও ম্যান ইউ-র হয়ে তিনি এফএ কমিউনিটি শিল্ডও জিতেছেন। জাতীয় দলের জার্সিতেও পার্সি সফল। ২০১০-এ নেদারল্যান্ডসকে রানার্স করাতে অবদান রাখেন তিনি। এর চার বছর পর কমলা বাহিনী বিশ্বকাপে তিন নম্বরে শেষ করেছিল। পার্সির অবসরে নিঃসন্দেহে ডাচ ফুটবলে শেষ হয়ে যাবে একটা অধ্যায়।

Bootstrap Image Preview