Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে বেলজিমায়, সেরা দশে নেই আর্জেন্টিনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ১০:৫১ AM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ১০:৫১ AM

bdmorning Image Preview


নতুন ফিফা ব়্যাংকিংয়ে শীর্ষস্থানে উঠে এল বেলজিয়াম৷ শেষবার প্রকাশিত ব়্যাংকিংয়ে ফ্রান্সের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে ছিল এডেন হ্যাজার্ডরা৷ এবার আর যুগ্মভাবে নয় ফ্রান্সকে পিছনে ফেলে ক্রমতালিকায় শীর্ষস্থান আলো করে জাঁকিয়ে বসল রাশিয়া বিশ্বকাপের থার্ড বয়’রা৷

ব়্যাংকিংয়ে তিন নম্বরে রয়েছে ব্রাজিল৷ বিশ্বকাপ রানার্স ক্রোয়েশিয়া রয়েছে চার নম্বরে৷ পাঁচে উঠে এসেছে ইংল্যান্ড৷ এটাই শেষ পাঁচ বছরে ইংল্যান্ডের সেরা ব়্যাংকিং৷ নয় নম্বরে রয়েছে স্পেন৷ রোনালদোর পর্তুগাল রয়েছে সাত নম্বরে৷ ছ’নম্বরে রয়েছে উরুগুয়ে৷

আর্জেন্টিনা রয়েছে ১২ তম স্থানে। নতুন র‌্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমেছে তারা।অন্যদিকে ফ্রান্স ও নেদারল্যান্ডের কাছে হারের ফলে ব়্যাংকিংয়ে দু’ধাপ নামল জার্মানি৷ প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নরা ক্রমতালিকায় রয়েছে ১৪ নম্বরে৷

ব়্যাংকিংয়ে জায়গা ধরে রাখল ভারত৷ ৯৭ নম্বর স্থান ধরে রাখল সুনীল ছেত্রীরা৷ বাংলাদেশ এক ধাপ নিচে নেমে তাদের বর্তমান অবস্থান ১৯৪।

Bootstrap Image Preview