মেয়েকে যৌন হেনস্থা করায় স্কুলের শিক্ষক ১৫ সেকেন্ডে শিক্ষককে ২২ ঘুষি মেরেছে বাবা। আর্জেন্টিনার সান জুয়ান শহরে ঘটনাটি ঘটে।
সংবাদ মাধ্যমটি জানায়,অভিযুক্ত ওই শিক্ষকের নাম জর্জ ক্রুছেনো (৩০)। মেয়ের অভিযোগ শুনে ওই ছাত্রীর বাবা স্কুলে যায়। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে মেয়েকে যৌন হেনস্থার বিচারের জন্য আলোচনায় বসেন। আলোচনা শেষ করে বেরিয়ে আসছিলেন। এ সময় দেখা হয় অভিযুক্ত শিক্ষক জর্জের সঙ্গে। দেখা মাত্রই জর্জকে ঘুষি মেরে রক্তাক্ত করেন। খবর দ্য মিররের।
সংবাদ মাধ্যমটি আরো জানায়, স্কুল ছাত্রীর বাবা এতই রেগে গেছিলেন যে মাত্র ১৫ সেকেন্ডে অভিযুক্ত শিক্ষককে অনবরত ২২টি ঘুষি মেরে গাল ফেটে দেন। শিক্ষককে মারার সময় পাশেই দাঁড়িয়ে ছিল ভুক্তভোগী স্কুল ছাত্রী। সে তার বাবাকে আটকানোর চেষ্টা করে।
ইতিমধ্যে ওই শিক্ষককে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।
অন্যদিকে ছাত্রীর বাবার মার খেয়ে থানায় মামলা করেছে জর্জ। পুলিশ যৌন হেনস্থা ও মারামারির ঘটনা তদন্ত করে দেখছে।