Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘‘একজন অসাধারণ কোচ ও ভীষণ ভাল মানুষ”

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ০৩:০৫ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ০৩:০৫ PM

bdmorning Image Preview


ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়ার পরে দু’বার ওল্ড ট্র্যাফোর্ডে খেললেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জিতলেন দু’বারই। মঙ্গলবার রাতে নিজে গোল না পেলেও তাঁর পাসেই ১-০ করলেন পাওলো দিবালা। ১৭ মিনিটে। এক গোলেই জিতল জুভেন্টাস। জিতল শেষ মিনিট পর্যন্ত দাপট দেখিয়ে। ব্যবধান বেশি হল না, দাভিদ দা হিয়ার অসাধারণ গোলরক্ষার সৌজন্যে। ম্যাচের এই সারবত্তার বাইরে ‘থিয়েটার অফ ড্রিমস’-এর পুরোটাই রোনালদোময়!

ওল্ড ট্র্যাফোর্ডের জনতা আবেগঘন অভিবাদন জানাল তাদের পুরনো সৈনিককে। ম্যান ইউ জার্সি পরেই রোনালদোর কাছে ছুটে গেলেন ভক্ত। এবং ম্যাচের পরে সোশ্যাল সাইটে লিখলেন, ‘‘আবার ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে পেরে কী যে ভাল লাগল! ভক্তদের অসংখ্য ধন্যবাদ।’’

শুধু দিবালাকে দিয়ে গোল করাননি রোনালদো। এক বার তাঁর ডান পায়ে মারা শট কোনও রকমে বাঁচান দাভিদ দা হিয়া। বিপক্ষ ম্যানেজার জোসে মোরিনহো মানলেন, জুভেন্তাস খুবই উঁচু মানের ফুটবল খেলেছে। ‘‘সাত বছর ধরে ইতালিতে লিগ চ্যাম্পিয়ন। শেষ চার-পাঁচ বছরে দু’বার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালিস্ট। ওদের হিগুয়াইন, দিবালা ছিল। তবু ওরা রোনাল্ডোর জন্য ঝাঁপাতে পেরেছে। ওরা বড় ক্লাব। অসাধারণ অতীত। স্বপ্নও দেখে বড়।’’ 

ম্যান ইউয়ের সঙ্গে জুভেন্টাসের তুলনা করতে বসেও হতাশ দেখায় জোসেকে, ‘‘জুভেন্টাসের স্তরে পৌঁছনো? জানি না, কী ভাবে সম্ভব!’’ কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে কী কোনও আশা নেই? জবাব, ‘‘জানি দু’নম্বর জায়গাটার জন্য ভ্যালেন্সিয়ার সঙ্গে লড়তে হবে। ছেলেরা চেষ্টা করেছে। কিন্তু সারাক্ষণ ওরা বল নিজেদের কাছে লুকিয়ে রাখছিল। দ্বিতীয়ার্ধে খেলা অত একপেশে হয়নি। এ রকম খেললে হয়তো চ্যাম্পিয়ন্স লিগে আর একটু ভাল কিছু করা যাবে। কিন্তু সমস্যা হল, আমার কাছে আক্রমণে ভাল বিকল্পই নেই! নতুন কাকে খেলাব বুঝতেই পারি না।’’

ম্যান ইউয়ের এ হেন অবস্থায় রোনালদোর কতটা খারাপ লাগছে জানার উপায় নেই। কিন্তু ‘রেড ডেভিলস’ আজও যাঁর জন্য এত গর্বিত, সেই স্যর অ্যালেক্স ফার্গুসনের প্রতি তিনি যে আজও দুর্বল সেটা বোঝা গেল আরও এক বার। ফার্গুসন ম্যাচ দেখতে আসায় রোনালদোর সুবিধেই হল। স্টেডিয়ামেই দেখা হয় দু’জনের। রোনালদোর মনে হল, বেশ ভাল আছেন ফার্গুসন। টুইটারে গুরুর সঙ্গে ছবি পোস্ট করে লিখলেন, ‘‘একজন অসাধারণ কোচ। সবচেয়ে বড় কথা, ভীষণ ভাল মানুষ। মাঠ ও মাঠের বাইরে কত কিছু যে শিখিয়েছেন! বস, আপনাকে সুস্থ দেখে দারুণ লাগল।’’  

Bootstrap Image Preview