বিশ্বের ১০টি দেশে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর ৭ হাজার ১৬০ জন সদস্য কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার জাতীয় সংসদে এমপি নিজাম উদ্দিন হাজারীর লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইনমন্ত্রী।
তিনি বলেন, ১০ দেশের শান্তিরক্ষায় দায়িত্বপালন করা সদস্যদের মধ্যে সেনাবাহিনীর ৫ হাজার ৫০১ জন, নৌবাহিনীর ৩৪৬ জন, বিমানবাহিনীর ৪৯৯ জন এবং পুলিশবাহিনীর ৮১৪ জন সদস্য রয়েছেন।
আনিসুল হকের উল্লেখ করা ওই ১০টি দেশ হলো- ডিআর কঙ্গো, লেবানন, দক্ষিণ সুদান, সুদান (দারফুর), পশ্চিম সাহারা, মালি, সেন্ট্রাল অফ্রিকান রিপাবলিক, হাইতি, ইউএসএ (নিউ ইর্য়ক) ও সাইপ্রাস।
উল্লেখ্য, ১৯৮৮ সালে জাতিসংঘের ইরান-ইরাক সামরিক পর্যবেক্ষক মিশনে অংশ নেয়ার মাধ্যমে বাংলাদেশের শান্তিরক্ষা মিশনের যাত্রা শুরু হয়। ওই মিশনে দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ প্রথমবারের মতো ১৫ সামরিক পর্যবেক্ষক পাঠিয়েছিলো।
চলতি বছরে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে তিন দশকে পা রেখেছে বাংলাদেশ। বাংলাদেশের আন্ত:বাহিনী জন সংযোগ অধিদফতরের তথ্যমতে, এ নিয়ে প্রায় ৪০টি দেশে ৫৪টি মিশনে বাংলাদেশের প্রায় দেড় লাখ সশস্ত্র ও পুলিশ বাহিনীর সদস্য অংশ নিয়েছে।
জাতিসংঘের র্যাঙ্কিং অনুযায়ী সামরিক সদস্যের অংশগ্রহণের দিক থেকে এ মুহূর্তে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় স্থানে। এর আগে বাংলাদেশ একটানা শীর্ষস্থান ধরে রেখেছিলো। দেশ ও দেশের বাইরে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী সুনাম অর্জন করলেও কোন মিশনে বাংলাদেশের কাউকে নেতৃত্ব দিতে দেখা যায়না।