ব্রিটিশ রাগবি খেলোয়াড় ম্যাথিউ জ্যানির সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন এমা ওয়াটসন। সেই রেশ কাটতে না কাটতেই ফের নতুন প্রেমে মজেছেন ‘হ্যারি পটার’ খ্যাত এই অভিনেত্রী।
জানা গেছে, এমার নতুন প্রেমিকের নাম উইলিয়াম নাইট। তবে তিনি ম্যাক নামেই অধিক পরিচিত। ম্যাক নিজেকে কারিগরি ও ব্যবসায়িক উদ্যোক্তা হিসেবেই পরিচয় দিতে পছন্দ করেন। তিনি সম্পূর্ণভাবে হলিউডের বাইরের একজন মানুষ।
শোনা যাচ্ছে, ম্যাথিউ জ্যানির সঙ্গে বিচ্ছেদের পর অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন এমা। যার জন্য নতুন সম্পর্কে জড়ানোর জন্য এক বছরেরও বেশি সময় নিয়েছেন তিনি। আর তাই পুরনো সকল ক্ষত কাটিয়ে গত চার মাস ধরে ম্যাকের সঙ্গে আবারও চুটিয়ে প্রেম করছেন এই অভিনেত্রী। বর্তমান সম্পর্ক নিয়ে তারা দুজনই বেশ খুশি আছেন।
উল্লেখ্য, হ্যারি পটার সিরিজের মুভিগুলোতে 'হারমায়োনি গ্রেঞ্জার' এর ভূমিকায় অভিনয় করে দুনিয়াজুড়ে খ্যাতি অর্জন করেছেন এমা ওয়াটসন। বর্তমানে অভিনয়ের পাশাপাশি তিনি জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন।