দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন (২৩তম) শুরু হয়েছে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল বিকেলে শুরু হয়ে এ অধিবেশন চলবে আগামী ২৫ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত মোট পাঁচ কার্যদিবস। অধিবেশন শুরু হওয়ার আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
আজ রোববার (২১ অক্টোবর) বিকেল পৌনে ৫টায় অধিবেশন শুরু হয়। তবে অন্যান্য দিন সাড়ে চারটা থেকে অধিবেশন শুরু হবে।
কমিটির সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশ নেন। বৈঠকে কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মো. ফজলে রাব্বী মিয়া, রাশেদ খান মেনন, আ স ম ফিরোজ, মঈন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক অংশ নেন।
বাংলাদেশ জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার বৈঠকের কার্যপত্র উপস্থাপন করেন। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মচারীরা বৈঠকে উপস্থিত ছিলেন।
চলতি দশম সংসদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে আগামী ২৮ জানুয়ারি। বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদ বহাল রেখে জাতীয় নির্বাচন করতে হলে তা সংসদের মেয়াদ পূরণের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে করার কথা রয়েছে। সাংবিধানিক এই হিসাব অনুযায়ী আগামী ২৮ অক্টোবর রোববার থেকে সেই ৯০ দিনের ক্ষণ গণনা শুরু হচ্ছে।
বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদ বহাল রেখে জাতীয় নির্বাচন করতে হলে তা সংসদের মেয়াদ পূরণের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে করার কথা রয়েছে। সাংবিধানিক এ হিসাব অনুযায়ী ২৮ অক্টোবর রোববার থেকে সেই ৯০ দিনের ক্ষণগণনা শুরু হচ্ছে।
সভাপতিমণ্ডলী মনোনয়ন : অধিবেশন শুরুর পর স্পিকার শিরীন শারমিন অধিবেশনের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন। সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, ফরিদুল হক খান, সাধন চন্দ্র মজুমদার, ফখরুল ইমাম ও সেলিনা জাহান লিটা। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন। প্রতিদিন বিকাল সোয়া ৪টায় অধিবেশন শুরু হবে।
তবে প্রয়োজনে দিন ও সময় স্পিকার পরিবর্তন করতে পারবেন। ৪ অক্টোবর সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করেন। এর আগে দশম সংসদের ২২তম অধিবেশনটি ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২০ সেপ্টেম্বর শেষ হয়। ২২তম অধিবেশন ১০ কার্যদিবস চললেও ১৮টি বিল পাস করে রেকর্ড করা হয়।
শোক প্রস্তাব : সদ্যপ্রয়াত ব্যান্ডসঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুসহ সাবেক সংসদ সদস্য, দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে রোববার সংসদে শোক প্রস্তাব উত্থাপিত ও গৃহীত হয়েছে। বিকালে জাতীয় সংসদের ২৩তম অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সংসদে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমান, সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধ সাদির উদ্দিন আহমেদ, সংসদ সদস্য ও ভাষাসৈনিক শাহ মো. আ. রাজ্জাক, সাবেক সংসদ সদস্য আবদুল গণি এবং সাবেক সংসদ সদস্য শাহ মোস্তানজিদুল হক খিজির।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন ও আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি এমএ সামাদ, নৌ বাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মোশাররফ হোসেন খান (অব.), শিক্ষাবিদ ও ভাষাসংগ্রামী সফর আলী আকন্দ, উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ওসমান গণি, ব্যান্ডসঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহর মা কাজী জেবুন্নেসা বেগম, ভারতের প্রবীণ সাংবাদিক কুলদীপ নায়ারের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
এছাড়া ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামি, তানজানিয়ায় ফেরিডুবি, ফ্লোরিডায় ঘূর্ণিঝড় মাইকেল, ভারতের ঘূর্ণিঝড় তিতলিসহ দেশ-বিদেশে বিভিন্ন স্থানে প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোকপ্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাব শেষে সংসদে ১ মিনিট নীরবতা ও দোয়া মোনজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বজলুল হক হারুন।
৬টি বিল উত্থাপন ও ১টি পাস : রোববার সংসদে ছয়টি বিল উত্থাপিত হয়েছে। বিলগুলো হল- ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউট বিল-২০১৮’; ‘বাংলাদেশ শিশু একাডেমি বিল-২০১৮’; ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল- ২০১৮’; ‘মৎস্য সঙ্গনিরোধ বিল-২০১৮’; ‘বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট বিল-২০১৮’ এবং ‘সরকারি চাকরি বিল- ২০১৮।’ উত্থাপনের পর পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য বিলগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
এছাড়া রোববার সংসদে ‘বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট বিল-২০১৮’ পাস হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।