Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বানরের দলের ইটবৃষ্টিতে বৃদ্ধার মৃত্যু!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০৭:৪৪ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ০৭:৪৪ PM

bdmorning Image Preview


জঙ্গলে গিয়েছিলেন পূজার হোমের জন্য কাঠ কুড়াতে। কিন্তু সেখানে যাওয়ার পর গাছের মগডাল থেকে একর পর এক ইট পড়ছে উপর থেকে। উপরে তাকাতেই মাথায় পড়ে একটা।

পালানোর আগেই বৃষ্টির মতো ঝরে পড়তে শুরু করে ইট। ইটবৃষ্টিতে কাবু হয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ৭২ বছরের বৃদ্ধ। পরে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি ধর্মপাল সিংহকে।

জানা গেছে, একদল বানর ওই কাণ্ড ঘটিয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বাঘপত জেলার টিকরি গ্রামে। বানরের অত্যাচারে ওই বৃদ্ধের মৃত্যুর পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের ভাই জানিয়েছেন, অন্তত ২০টি ইট তার দাদার গায়ে লেগেছে। মাথা, পিঠ, ঘাড়, বুক, পা, হাত কার্যত শরীরের কোনো অংশই বাদ নেই।

কিন্তু গোটা এই ঘটনায় মহা ফাঁপরে পড়েছে পুলিশ। বানরের বিরুদ্ধে এফআইআর করতে চান ধর্মপালের পরিবার। পুলিশই বা সেই নালিশ লিপিবদ্ধ করবে কী করে? ভারতীয় দণ্ডবিধিতে সে রকম কোনো ধারাই তো নেই!

তাই আপাতত দুর্ঘটনা বলে একটি জেনারেল ডায়েরি করেছে। দোঘাট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চিত্তন সিংহ বলেন, কার বিরুদ্ধে মামলা নেব? আর বানরের বিরুদ্ধে মামলা করলে এবং সেই মামলা আদালতে উঠলে তো আমরা হাসির খোরাক হয়ে যাব।

কিন্তু ধর্মপালের পরিবার সেসব মানতে নারাজ। তাদের দাবি, এফআইআর করতেই হবে। পুলিশ কর্মকর্তারাও শেষাবধি আইনের মোটা মোটা বই ঘেঁটে বের করার চেষ্টা করছেন, সত্যি কোনো ধারায় বানরের শাস্তি দিতে তাদের আদালতের কাঠগড়া পর্যন্ত নিয়ে যাওয়া যায় কি না। একই সঙ্গে চলছে ধর্মপালের পরিবারকে নিরস্ত করার চেষ্টাও।

Bootstrap Image Preview