Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মর্মাহত তাহসান, পালন করছেন না জন্মদিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ০৫:২৮ PM
আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ০৫:২৯ PM

bdmorning Image Preview


আইয়ুব বাচ্চুর হাত ধরেই গানে গিটারের ব্যবহার ও গিটারের জনপ্রিয়তা এসেছে। ব্যান্ডসংগীত কিংবা গিটারে দুটোতেই কিংবদন্তি তিনি। মঞ্চে বাচ্চু মানেই কানায় কানায় পূর্ণ গ্যালারি। কিন্তু তিনি আজ না ফেরার দেশে।

আজ বৃহস্পতিবার সকালে নিজ বাসায় হার্ট অ্যাটাক হলে অচেতন অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার স্বজনরা জানান, আজ সকালে ধানমন্ডির বাসায় হৃদরোগে আক্রান্ত হন আইয়ুব বাচ্চু। সকাল সাড়ে নয়টার দিকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়।

সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

হাসপাতালের জরুরী বিভাগ থেকে জানানো হয়েছে, আইয়ুব বাচ্চুকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আইয়ুব বাচ্চুর ছেলে-মেয়ে দেশের বাইরে অবস্থান করছে। তারা দেশে ফিরলে আগামীকাল সন্ধ্যার পর চট্টগ্রামের উদ্দেশে লাশ নিয়ে রওনা দেওয়া হবে। আগামী শনিবার আরেক দফা নামাজে জানাজা শেষে মায়ের কবরের পাশে দাফন করা হবে সংগীত জগতের খসে যাওয়া এই তারকাকে।

এদিকে আজ ১৮ অক্টোবর জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসানের জন্মদিন। সময়টা যখন জন্মদিনের শুভেচ্ছার স্রোতে ভাসার কথা তখন তিনি বড়ই মর্মাহত, শোকাহত। আইয়ুব বাচ্চুর মৃত্যুর কারণে জন্মদিন পালনের সমস্ত আয়োজন থেকে তিনি বিরত রয়েছেন।

তিনি লিখেন, বিধাতা যখন তোমার হাতে, কোটি হৃদয়ে আন্দোলন, ফিরিয়ে নিলো সেই বিধাতা, আজ বুক চিরে শুধু আস্ফালন। আজ আর কবিতাটা পোস্ট করছিনা, বাচ্চু ভাই এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। ভক্তের এক শুভেচ্ছারে জবাবে আইয়ুব বাচ্চুকে ধন্যবাদ জানান। একই সাথে বাচ্চু ভাইয়ের স্মরণে জন্মদিন পালন করছেন না বলেও জানান।

কিংবদন্তী এই শিল্পীর প্রয়াণে দুই বাংলার শিল্পাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার চলে যাওয়ায় নিজেদের স্মৃতি, ভালোবাসা, শোক প্রকাশ করেছেন বাংলার সংগীত জগতের তারকারা।

Bootstrap Image Preview